উত্তরায় আওয়ামী রাজনীতির একাল সেকাল

0
139
728×90 Banner

মোঃ রফিকুল ইসলাম মিঠু: গত কয়েকদিন আগেই সারা দেশব্যাপী পালিত হলো আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। উত্তরা ও এর ব্যতিক্রমে ছিলেন না। উত্তরার আনাচে-কানাচে অলিতে-গলিতে ছেয়ে গেছে পোস্টার ব্যানার। কে কাকে কিভাবে তুলে ধরবেন জাতির সামনে এ যেন ছিল এক মহা প্রতিযোগিতা? কিন্তু উত্তরার নেতাকর্মীদের মাঝে রয়েছে শতধা বিভক্ত এক তিক্ত অভিজ্ঞতা। কোন কোন নেতা কর্মিকে বলতে শুনা যায় আমরা মুজিব রাজনীতি করি, কেউবা বলছে আমরা হাসিনার রাজনীতি করি, কেউ বলছে আমরা হাবিব হাসান এর রাজনীতি করি, কেউ বলছে আমরা প্রয়াত অ্যাডভোকেট সাহারার রাজনীতি করি। কে যে কার পথ অনুসরণ করে বুঝা বড় দ্বায। তারই দ্বারা বাহিকতায় পাঠকের জন্য এই ক্ষুদ্র প্রয়াস।উত্তরায় আওয়ামী লীগের বর্তমান রাজনীতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি বলেন আগের তুলনায় উত্তরা আওয়ামীলীগ রাজনীতি এখন আরো শক্ত অবস্থানে।এছাড়াও কথা হয় উত্তর আওয়ামী যুবলীগের সাবেক নেতা অ্যাডভোকেট এ কে আজাদের সঙ্গে। তিনি বলেন আমি এখন বর্তমানে রাজনীতি থেকে কিছুটা সরে আছি নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি।তবে দলের প্রত্যেক কাজেই আমার সমর্থন রয়েছে। একসময়ের এই ত্যাগী নেতা কে এখন আর দেখা যায় না দলীয় মিছিল-মিটিংয়ে বা কার্যক্রমে। কে ভাঙ্গাবে তাদের রাগ কে তাদেরকে দলে ভেড়াতে এ নিয়ে রয়েছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নানা রকম প্রশ্ন।এই প্রতিবেদকের সাথে আরো কথা হয় মূল দলের তথ্য ও গবেষণা সম্পাদক উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের মিল্টন আশরাফির সাথে। তিনি বলেন ৯১ সালে বৃহত্তর উত্তরা থানা ছাত্র লীগের সভাপতি ছিলাম। অনেক ত্যাগের বিনিময়ে বর্তমানে মূল দলে এসেছি। তিনি বলেন দল থেকে কি পেয়েছি বা কি হারিয়েছি তা নিয়ে কোনো আক্ষেপ নেই। কিন্তু বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে যে কিছু হাইব্রিড নেতা নিজস্ব সুযোগ সুবিধা নেওয়ার জন্য দলের বড় বড় এমপি-মন্ত্রী মিনিস্টারদের আশেপাশে আছেন তাদের ভীড়ে আমরা এখন অজ্ঞাত। কিন্তু বর্তমান এমপি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন হাবিব হাসান ভাই অত্যান্ত ভালো মানুষ তিনি দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করেন। তৃণমূল নেতাদের প্রতিনিধি হিসাবে হাবিব হাসান সাহেব এমপি হওয়ায় অনেক নেতাকর্মী সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে জানান তিনি। পূর্বে যারা অবহেলিত ছিল বর্তমানে হাবিব হাসান ভাই তাদের নিজেদের ঘর থেকে খুঁজে এনে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিভিন্নভাবে উৎসাহ প্রদান করে যাচ্ছেন।উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন প্রধান বলেন সাহারা আপা ছিলেন জাতীয় নেতা তার কাছে ইচ্ছে করলেই যাওয়া যেত না বর্তমান ঢাকা ১৮ আসনের এমপি হাবিব হাসান ভাইয়ের কাছে আমাদের যেকোন দাবিদাবা নিয়েই আমরা হাজির হতে পারি এবং তিনি তা সাদরে গ্রহণ করেন। পুরো ১৮ আসন ঘুরে ছাত্রলীগ, যুবলীগ আওয়ামিলীগ’ সহ সকল পেশা শ্রেণীর লোকদের সাথে কথা বলে জানা যায় আসল রহস্য। দলীয় নেতা-কর্মীরা বলেন সঠিক ভাবে সুস্থ নির্বাচন হলে ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের পরবর্তীতে নির্বাচিত হওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ হিসেবে তারা উল্লেখ করেন দলের ভিতরে নেতাকর্মীদের অন্তদ্বন্দ্ব, চাঁদাবাজি আত্মকলহ, বিভিন্ন সময় বিভিন্ন জনকে সুযোগ-সুবিধা প্রদান। নবগঠিত ওয়ার্ড গুলোর মধ্যে ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, ইন্টারনেট ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা নিয়ে রয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে কোন্দল। সাধারণ জনগণ মনে করেন এই ধরনের দ্বন্দ্ব থেকে দলীয় নেতাকর্মীদের বের করে আনতে না পারলে ব্যর্থ হবেন এমপি হাবিব হাসান সাহেব। অন্যদিকে দলীয় কিছু নেতাকর্মী মনে করেন যে হাবিব হাসান সাহেব অতীতে যেভাবে ত্যাগীদের মূল্যায়ন করেছেন ভবিষ্যতে ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে তিনি তার আশেপাশে থেকে হাইব্রিড নেতাদের উচ্ছেদ করে সত্তিকারের নেতা-কর্মীদেরকে স্থান দিবেন। সাধারণ কিছু ভোটার উক্ত প্রতিবেদককে বলেন করোনা কালীন সময়ে ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান সাহেব প্রতিটি নাগরিকের দ্বারপ্রান্তে তার সাহায্য-সহযোগিতা পৌঁছিয়ে দিয়েছে। উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব খান বলেন কোথায় কি শুনেছেন জানিনা তবে বর্তমানে আমাদের এমপি হাবিব হাসান ভাই আছেন ভবিষ্যতেও থাকবেন। তিনি আরও বলেন তার আসনের যেকোনো জায়গায় একটি জন্মদিনের অনুষ্ঠানেও তাঁকে দাওয়াত দেওয়া হলে তিনি যথাসাধ্য চেষ্টা করেন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য। অপরদিকে দক্ষিনখান থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ সাহেবের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন সামনে আমি আর নির্বাচন করার কোনো ইচ্ছে আমার নেই বয়স হয়েছে তাই আমি রাজনীতি থেকে কিছুটা সরে আসতে চাই তারুণ্যের জয়গান গেয়ে তিনি বলেন তরুনরা দলেয় দায়িত্ব নিবে এটাই বাস্তবতা।তিনি আরো বলেন উত্তরার আওয়ামী লীগ রাজনীতির মধ্যে কোন রকমের কোন বিভক্তি ছিল না সামনেও থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ত্যাগী নেতারা বলেন উত্তরার আওয়ামী রাজনীতিতে প্রায় ৪০ শতাংশ লোক আছে যারা বিএনপি এবং জামাত পন্থী। তারা বর্তমানে নিজেদের আত্মরক্ষার জন্য মুখোশ পাল্টিয়েছেন কিন্তু অন্তর পাল্টাননি। এসকল হাইব্রিডদের কারণে অনেক ত্যাগী নেতারা আজ এমপি মহোদয়ের আশেপাশে ভিড়তে পারছেন না বলে অভিযোগ রয়েছে। নির্বাচনকে ঘিরে উত্তরায় রয়েছে ডজনখানিক নেতার এমপি মনোনয়ন প্রত্যাশা।এলাকায় গুঞ্জন রয়েছে আগামী সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসন থেকে প্রার্থী হতে পারেন আলহাজ্ব হাবিব হাসান (বর্তমান এমপি), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি,ঢাকা মহানগর উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক (নিপাগ্রুপের স্বত্বাধিকারী) খসরু চৌধুরী (সিআইপি),প্রমি গ্রুপের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম (সিআইপি) আওয়ামীলীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। সর্বদিক বিবেচনার মাধ্যমে দেখা যায় যে উত্তরা আওয়ামী রাজনীতিতে রয়েছে ২ দ্বারা। এডভোকেট সাহারা গ্রুপ ও হাবিব হাসান গ্রুপ। অনেককেই বলতে শোনা যায় নেতা হাবিব এবং এমপি হাবিব এর মধ্যে পার্থক্য রয়েছে আকাশ-পাতাল। জনপ্রিয়তার দিক থেকেই ৮০% এগিয়ে আছেন এমপি হাবিব হাসান। তারপরও বলতে হয় রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ত্যাগীরা অভিমানী হয় বেইমান নই। সবশেষে বলতে হয় মুখে মধু অন্তরে বিষ এর নাম পলিটিক্স।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here