উদ্ধার হওয়া ৩ কোটি টাকা মূল্যের সরকারী জমি কত টাকায় ইজারা দিয়েছেন প্রশাসন ?

0
209
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : সম্প্রতি গাজীপুরের প্রশাসন ঢাক-ঢোল পিটিয়ে মহানগরের জয়দেবপুর বাজারে স্বাধীনতার ঐতিহ্য বহনকারী ১৯শে মার্চের স্বাক্ষী স্বরুপ স্থান বর্তমান নামকরন মুক্তমঞ্চ থেকে চাঁদাবাজ ও হকার মুক্ত করে ছিলেন। যার মূল্য দেখিয়ে ছিলেন ৩ কোটি টাকা। দিয়ে ছিলেন কাটাতারের বেড়া ও লাল ফিতা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই জেলা প্রশাসক, সিটি মেয়র ও গাজীপুরের এমপি মন্ত্রী’র নাম ভাঙ্গিয়ে রাতের আধারে সেলিম ওরফে মেম্বার ও মাসুদ ওরফে ভ্যান মাসুদ থানা পুলিশের নাম ব্যবহার করে কাটাতারের বেড়া উপরে ফেলে দিয়ে সেইখানে ভ্যান বাজার বসিয়ে ফের চাঁদাবাজি করছে। সম্প্রতি গাসিক মেয়র তাদের কে উঠে যেতে বললেও তারা সেখান থেকে উঠতে রাজি হননি। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত মুক্তমঞ্চটির সেড ভাঙতে শুরু করেছে কর্তৃপক্ষের অবহেলার কারনে। দিনে দিনে মানুষের মুখে মুক্তমঞ্চটির নাম পাল্টে ভ্যান মঞ্চ, শুটকি মঞ্চ নামে পরিচিতি পাচ্ছে। মুক্তমঞ্চের সামনে কাপুরের ভ্যান, কাচাঁতরকারী, আলুচপ/পিয়াজু, ঝাঁড়–-টুকরী, তেলের ড্রাম ডিমসহ বিভিন্ন দোকান বসিয়ে প্রতিদিন চাঁদাবাজী করছে চক্রটি। চক্রটি চাঁদাবাজী অব্যাহত রাখতে প্রশাসন ও দলীয় নেতাদের নাম ভাঙ্গাচ্ছে। জয়দেবপুর রেল ক্রসিং থেকে শুরু করে মাছ বাজার সহ বাজারের এমন কোনো ফুটপাত নেই যেখানে হকার নেই। সাধারন মানুষ প্রতিনিয়ত কষ্ট পেয়েই যাচ্ছে। কোনো ভাবেই ফুটপাত উৎখাত হচ্ছে না। কোনো কোনো সময় লোক দেখানো উচ্ছেদ হলেও নতুন চুক্তির বিনিময়ে একদিন পরেই সেই খানে ফের বসে যায় হকার। সাধারন মানুষ ফুটপাত ব্যবহারের প্রশ্নটি একরকমের কল্পনাতীত। সাধারন মানুষ আশায় বুক বাঁধে গাজীপুরের প্রশাসনের রদ বদলের সময়, সামনে জিনি আসবেন তিনিই হয়তো আমাদের এই যন্ত্রনা থেকে মুক্তি দিবে কিন্তু যেই-সেই। জয়দেবপুর বাজারের মুন্সিপাড়া তুলাপট্টি রোডসহ সমস্ত ফুটপাত হকারদের দখলে। তুলাপট্টি হকারদের কাছ থেকে থানা পুলিশের এক সদস্য উৎকোচ নেয় বলে তথ্য রয়েছে। আইন আছে, আইনের প্রয়োগ নেই বলেই আমাদের আজ এই দশা। আশাকরি কর্তৃপক্ষ মুক্তমঞ্চটি ও মুন্সিপাড়া তুলাপট্টি রাস্তাটি মুক্ত রাখবেন, জয়দেবপুর বাজার ফুটপাত হকার মুক্ত বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহন করে গাজীপুর বাসীকে স্বস্থি দিবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here