উনসত্তরের গণঅভ্যুত্থান বাঙালি জাতির প্রেরণার উৎস ……..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
365
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, উনসত্তরের গণঅভ্যুত্থান বাঙালি জাতির প্রেরণা ও শক্তির উৎস। উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২৪ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনে সংগ্রামী জনতা তৎকালীন পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠির দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবম শ্রেণির শিক্ষার্থী মতিউর রহমান। জনতার রুদ্ররোষ এবং গণঅভ্যুত্থানের জোয়ারে স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলকে মুক্তি দিতে বাধ্য হয়। পতন ঘটে স্বৈরাচারী আইয়ুব সরকারের। মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উনসত্তরের গণঅভ্যুত্থান আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি আরো বলেন, ৫২’র ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, ও উনসত্তরের গণঅভ্যুত্থানের পথ বেয়েই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
গণঅভ্যুত্থান দিবস ২০১৯ উপলক্ষে ২৪ জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাপ-ভাসানীর ও জাতীয় গণতান্ত্রিক লীগ এর যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক পার্টির সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here