উপন্যাসিক এন ইউ আহম্মেদ এর ২৮ তম শুভ জন্মদিন আজ

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি :১২ আগষ্ট ২০২২ রোজ শুক্রবার লেখক, কবি, সাংবাদিক এন ইউ আহম্মেদ এর ২৮ তম শুভ জন্ম দিন।
লেখকের লেখা একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে। “থাকতো যদি ভালোবাসার লাইসেন্স,” “মানুষের মন আকাশের রং, দুইটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এছাড়া যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে।
One family one world, Married flag couple , এন ইউ আহম্মেদ এর পারিবারিক স্লোগান, নিজের ব্যক্তি জীবনের পরিবারের পারিবারিক পতাকা তৈরি করেছেন। বিশ্বে প্রথম পারিবারিক পতাকা প্রতিষ্ঠাতা ভালোবাসার মহানায়ক, ডিজিটাল যুগের আদর্শের কান্ডারী এন ইউ আহম্মেদ, একজন সাদাসিধা নৈতিকতায় নরমাল জীবনযাত্রা অনেক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এন ইউ আহম্মেদ নিজেকে জনগনের সমতুল্য কর্ম পেশা কাজে নিয়োগ করেছেন। জনগনের সমতুল্য পেশায় কর্মে নিয়োগ করেছেন, এমন মহামানব পৃথিবীতে বিরল।
লেখক বলেন, আমার অবদান জনগনের সমতুল্য। কারণ জনগন যে কাজ কর্ম পেশায়, নিয়োজিত, আমি জনগনের সমতুল্য কাজ কর্ম পেশায় নিজেকে নিয়োগ করেছি। সম্প্রতি ঢাকা শহরের গুলশান, বাড্ডা, বনানী, মহাখালী, ধানমন্ডি, শাহবাগ, পল্টন, মতিঝিল, নিউমার্কেট এলাকায় লেখক এন ইউ আহম্মেদ এর জন্ম দিনের পোস্টার লাগানো হয়েছে।
লেখক,কবি, সাংবাদিক এন ইউ আহম্মেদ, ধীরে ধীরে রাজনীতির জীবনে প্রবেশ করছেন। ব্যক্তিগত জীবনে কারোও আদর্শ কে অনুসরণ করে না, নিজের আদর্শে নিজেকে গড়ে তুলতে অনড় তিনি।
২৮ তম শুভ জন্ম দিনে পারিবারিক ভাবে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জ ও নান্দাইল প্রেসক্লাব এর সম্মানিত সাংবাদিকদের সমন্বয়ে কেক কেটে পালন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here