এবার প্রাথমিকের ক্লাসও টেলিভিশনে

0
143
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে নেওয়া হচ্ছে মাধ্যমিকের সব শ্রেণির ক্লাস। এবার মাধ্যমিকের মত প্রাথমিকের ক্লাসও টেলিভিশনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চলতি সপ্তাহ থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রাথমিকের সকল শ্রেণির ক্লাস সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেন, ‘করোনাকালে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে টেলিভিশনে ক্লাস নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক পুরো প্রক্রিয়াটিতে যুক্ত থাকবেন। এটুআই প্রকল্পের মাধ্যমে গত ২৫ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এই সপ্তাহেই সম্প্রচার শুরু হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর কারণেই প্রাথমিকের ক্লাস টেলিভিশনে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফসিউল্লাহ। এসব ক্লাসে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির জন্য ভিডিও আকারে বর্ণ শেখা ও রিডিং পড়া শেখানো হবে। আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী পড়ানো হবে।
তিনি বলেন, ‘ক্লাসে পড়ানোর পাশাপাশি হোমওয়ার্কও দেওয়া হবে। অনেকটা শ্রেণি শিক্ষার আদলেই টেলিভিশনের ক্লাস নেওয়া হবে।
গত রোববার (২৯ মার্চ) থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টেলিভিশনে পাঠদান শুরু করা হয়েছে। বিশ মিনিট করে প্রতিদিন আটটি ক্লাস নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here