কথা সাহিত্যিক ও মিডিয়া ব্যাক্তিত্ব বি এম এরশাদের সারা জাগানো উপন্যাস

0
93
728×90 Banner

স্টাফ রিপোর্টার: কথা সাহিত্যিক বি এম এরশাদ একসময় পেশাগত দায়িত্ব পালন তার সাহিত্য চর্চার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি নাটক শর্ট ফিল্ম টেলিফিল্ম অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে মিডিয়া অঙ্গনে আলোড়ন সুষ্টি করেছেন, তার পরিচালনায় ও ব্যক্তিগত উদ্যোগে এস বি টিভি সোনার বাংলা টেলিভিশন নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালিত হচ্ছে। ইউটিউব চ্যানেলে নিত্যনতুন কনটেন্ট আপলোড দিয়ে যাচ্ছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নতুন চ্যানেল হিসেবে তিনি প্রচুর ভিউয়ারদের কাছ থেকে সাড়া পাচ্ছেন। সম্প্রতি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, জানতে চাইলে তিনি বলেন, লেখালেখি তো আছেই, সেই সাথে আবৃত্তি ও চলচ্চিত্র স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেছি। আর সব কিছু ঠিক থাকলে নতুন বছরের যেকোনো সময় আমার লিখিত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র কাচের চুড়ি ছবির শুটিং শুরু করবো। বর্তমানে একটা আবৃত্তির এ্যালবাম নিয়ে কাজ করছি, ২০২২ এর বইমেলা নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বই মেলায় কোভিড ১৯ এর কারণে বইমেলা জমে উঠেনি, আশা করি এবারের ২০২৩ এর বই মেলা খুব ভালো ভাবেই জমে উঠবে এবং গতবারের ক্ষতি প্রকাশক ও লেখকরা অনেকটাই পুষিয়ে নিতে পারবে। এবারের বইমেলায় কথা সাহিত্যিক ও মিডিয়া ব্যাক্তিত্ব বি এম এরশাদের সারা জাগানো উপন্যাস, তবুও ভালোবাসি, তবুও সে বউ, তবুও তুমি। অমর একুশে বইমেলা ২০২৩ অভ্রপ্রকাশ সহ রকমারি অনলাইনে সহ বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাবে লেখকের বইগুলো। এছাড়াও সৃজনশীল গ্রæপে যৌথ কাব্যগ্রন্থ স্বপ্নছোঁয়া কথা প্রত্যয় প্রকাশনীতে পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here