কবিতা ৫৯

0
190
728×90 Banner

সরে সরে যাচ্ছে তোমার আমার প্রেম
ধরনীর বুকে হ্রীসাত্নক হয়ে উঠছে দুজনার শারীরিক মানসিক সম্পর্ক।
তবুও দূজনই ইতি না টেনে
টানার ভান কারছি
যাপিত জীবন, এ অনর্থ।
চোখে চোখ পড়লেই বড়ও অন্যায় হয়
এমন অভিনয়ে জিমিয়ে পড়েছে মানবিকতা।
কত কি এই সেই বিছানা বালিশ
নেতিয়ে পড়া সম্পকের চায় পূনর্তা।
রোজ সকালে বেলকুনির নরমরোদের আলোটাও
ধরে ফেলে অভিনয়
এ বারান্দার রেলিং এ হয়ে, এক জোড়া
হয়না একই সময়ের শুকাতে বসর্ রোদনদয়।
এভাবেই কাটছে দুটি মানুষের
বহমান যাপিত জীবন যাপন।
এর নাম ঘর সংসার ভালবাসা জীবন
বেচে থাকার খেলায় তুমি আমি দুজন।

সংগৃহীত: আহমেদ মুন্নীর ফেসবুক ওয়াল থেকে

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here