করোনা আক্রান্ত সাংবাদিকের ঘরে তালা দিয়েছে বাড়িওয়ালা

0
246
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর সবুজবাগ থানার বাসাবোতে করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিকের বাসার দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়ির মালিক । এছাড়া ওই বাড়িটির মূল গেটে তালা দিয়ে আটকে দিয়েছেন স্থানীয় এলাকার লোকজন ।
আজ রোববার সবুজবাগ থানার বাসাবোর রাজারবাগের বাগপাড়ার দরবার গলির ২ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই সাংবাদিক বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও আমার রিপোর্টার।এছাড়া রিপোর্টিংয়ের পাশাপাশি তিনি উপস্থাপনাও করেন।সরকারি তিতুমীর কলেজের এই শিক্ষার্থীর শরীরে গত ২ মে করোনাভাইরাস শনাক্ত হয়। ২৭ এপ্রিল পরীক্ষার জন্য তিনি মুগদা হাসপাতালে নমুনা দিয়ে আসেন।করোনা পজিটিভ আসার পর থেকেই বাড়ির মালিক ও মহল্লার বাসিন্দারা বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকেন।
এ বিষয়ে করোনা আক্রান্ত ওই সাংবাদিক গনমাধ্যমকে বলেন, ‘গলির মানুষ আমাদের বাসার মূল গেটে তালা মেরে দিয়েছে। আর বাড়ির মানুষ আমাদের ঘরের বাইরে থেকে তালা মেরে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘অফিসে থাকতেই আমি করোনা উপসর্গে ভুগতে থাকি। মুগদা হাসপাতালে স্যাম্পল দিয়ে টেস্ট করাই। কিন্তু তারা কোনো রিপোর্ট জানায়নি। যে কারণে অফিসেই অবস্থান করেছিলাম। আইইডিসিআর থেকে জানানো হয়, আমি করোনায় আক্রান্ত। বিষয়টি জানায় কাল (শনিবার) বাসায় ফিরে আলাদা রুমে থাকা শুরু করি। কিন্তু ওয়াশ রুম একটা। সেটা ব্যবহার করে স্প্রে করছি। কিন্তু ‍দুশ্চিন্তা যাচ্ছে না।’
আক্রান্ত সাংবাদিক গনমাধ্যমকে আরও বলেন,, ‘একই গলিতে পাশেই আরেকটি বাসায় আমার বোন-দুলাভাই থাকেন। তারা লকডাউনে বাড়ি গেছেন। সুরক্ষার জন্য তাদের বাসায় মা, বোন ও ভাইকে পাঠিয়েছিলাম। কিন্তু আমার করোনা আক্রান্তের খবরে ওই বাসায় থাকতে দিচ্ছে না বাসার মালিক ও স্থানীয়রা।’
তিনি বলেন, ‘আমি মানসিকভাবে সুস্থ হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কালকে রাতে ফয়সালা হওয়ার পরেও এখন ঝামেলা করছে। তারা বলছে, আম্মুদের টেস্ট না করিয়ে নাকি ওই বাসায় ঢুকতে দেবে না। এখন টেস্ট করাতে তো সময় লাগে। আপাতত তাদের আমার থেকে দূরে থাকার দরকার। তারা তো ওই বাসায় কোয়ারেইন্টাইন মেইনটেইন করবে। এখন আমি খুব ডিপ্রেশনে আছি।’
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর, সবুজবাগ থানা পুলিশকে বলেও সমাধান মেলেনি বলে জানান তিনি।
এ বিষয়ে ডিএমপি সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্র ওই ঠিকানায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আশা করছি, সমস্যার সমাধান হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here