করোনা জয় করে কর্মস্থলে যোগদান করলেন- ইন্সপেক্টর তদন্ত সফিউল্লাহ

0
140
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন, ডি এম পির তুরাগ থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ । সোমবার (২৯ জুন) নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি । দেশে করোনা ভাইরাস আঘাত হানার পর থেকেই তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন এবং পুলিশ বাহিনী সহ বিভিন্ন মহলে প্রশংসিত হন । তিনি বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্ত্রীপক্ষের দিক নির্দেশনায় তুরাগ বাসিকে করোনার কবল থেকে বাঁচাতে সচেতন করার পাশাপাশি তার সাধ্যমত বিভিন্ন রকম সাহায্য সহযোগিতাও করেছেন । তার নিজের নামে উত্তোলনকৃত রেশনের মালামালও দুঃস্থদের মাঝে বিলিয়ে দিয়েছেন । এক পর্যায় করোনা যোদ্ধা মোহাম্মদ সফিউল্লাহ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন । আর এই সংবাদ ছড়িয়ে পড়লে তুরাগের অগণিত মানুষ মহান আল্লাহ্র দরবারে এই সাহসী পুলিশ অফিসারের জন্য দোয়া করেন । দীর্ঘদিন কোভিড-১৯ এর সাথে যুদ্ধ করে আল্লাহ্র অশেষ রহমতে ও সকলের দোয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরেছেন তিনি । পরপর ২ বার রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার নিজ কর্মস্থলে যোগদান করেছেন তিনি । এ সময় তিনি দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চান এবং সকলের উদ্দ্যশ্যে বলেন, আল্লাহ্র অশেষ রহমতে নিজের মনোবল, সকলের দোয়া এবং ভালোবাসায় আমি পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে সক্ষম হয়েছি । আমি আক্রান্ত হওয়ার পর সবসময় একমাত্র আল্লাহ্র উপর ভরসা রেখেছি, নামাজ আদায় করেছি এবং সব সময় নফল ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছি । তাই আমি মনে করি এক মাত্র আল্লাহ্ই পারেন আমাদের সকল প্রকার বালা মসিবত থেকে রক্ষা করতে । কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পডে । তাদের উদ্দ্যশ্যে বলতে চাই কখনো নিজের মনোবল হারাবেন না । মহান আল্লাহ চাইলে আপনারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন । এ সময় তিনি আরও বলেন, তুরাগে দিন দিন কোভিড-১৯ এর সংক্রমণ বেডে চলেছে । তাই সকলে সাবধানতা অবলম্বন করে চলবেন । নিজে সুস্থ থাকুন, নিজের পরিবার ও সকলকে সুস্থ রাখুন । আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে আপনাদের সেবা করে যেতে পারি ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here