কলাপাড়ায় আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।। তৃণমূলের ভোটে শীর্ষে রাকিবুল আহসান

0
210
728×90 Banner

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়ালীর কলাপাড়ায় আওয়ামী লীগে উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের সরাসরি গোপন ভোটে পছন্দের শীর্ষে রইলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান। তিনি পেলেন ১২৬ ভোট। তার পরের অবস্থান বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদর। তিনি পেয়েছেন ৭৯ ভোট। ৬৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এ্যাড শামীম আল সাইফুল সোহাগ। এছাড়া আরও ছয় জনের মধ্যে সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা পেয়েছেন ৫০ ভোট, সুলতান মাহমুদ ৩৬ ভোট, আব্দুল মালেক আকন্দ ৩০ ভোট, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন ও এসএম মোশাররফ হোসেন ৯ ভোট, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ^াস ২ ভোট। মোট নয় জন সম্ভাব্য প্রার্থী শীর্ষস্থান দখলের লড়াইয়ে অবতীর্ণ হন। শহীদ শেখ কামাল অডিটরিয়াম কমপ্লেক্স মিলনায়তনে বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ কাউন্সিলে গোপন ব্যালটে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বাছাই সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। অন্যান্যের মধ্যে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান সিকদার শানু, এনামুল ইসলাম লিটু বক্তব্য রাখেন। তৃণমূলের ভোটে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ২৪৬ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন, তৃতীয় হয়েছেন, মোস্তফা কামাল তার প্রাপ্ত ভোট ৩৩। । তার পরেই ১০৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম বাবুল খান। ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১৫৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন কাউন্সিলর উম্মে তামিমা বিথী। ১২৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন শহিনা পারভীন সীমা তৃতীয় হয়েছেন, মোসা.লাইজু হেলেন লাকী ৩৮। এ সভা চলে একটানা বিকেলে পর্যন্ত। এসময় ১২ ইউনিয়ন ও দুইটি পৌর সভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here