কাপাসিয়ায় ইউপি উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি ৪ জনের মনোনয়নপত্র বৈধ

0
301
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বাছাইয়ে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মোঃ শফিকুল হাকিম মোল্যা হিরন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মনোনীত মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান ও মোঃ মতিউর রহমান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, রায়েদ ইউনিয়ন পরিষদের পঞ্চমবারের মতো নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই গত বছর ২ সেপ্টেম্বর মৃত্যু বরণ করায় চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। আগামি ২৮ ফেব্রুয়ারি এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৬১৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৬৬ জন ও নারী ভোটার ১০ হাজার ৪৪৯ জন মোট কেন্দ্র ৯টি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here