কালিয়াকৈরে মশার উৎপাতে অতিষ্ঠ পৌরবাসী

0
341
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নয়টি ওয়ার্ডের জনগণ মশার উৎপাতে অতিষ্ঠ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভায় স্থায়ী-অস্থায়ী শিল্প এলাকায় মোট জনসংখ্যা প্রায় ৭ লক্ষ। শিল্প কারখানা থাকায় এ পৌর এলাকায় দূষিত বর্জ্যরে কারনে মশার উৎপাত বৃদ্ধি প্রায় অতি তারাতাড়ি। কিন্তু পৌরসভার কোন মশার নিধন করার কোন উদ্যোগ নেই। এতে কালিয়াকৈর পৌর সভার নয়টি ওয়ার্ড়ের সাধারণ জনগণ মশা নিধন না করায় অতিষ্ঠ হয়ে পড়ে মশার যন্ত্রণায়। মশার কামর থেকে রক্ষা পেতে মশার স্প্রে, কয়েলও মশারি টাঙ্গীয়ে থাকেন। শুধু রাতের বেলায় নয় দিনের বেলার কামড়ায়।
পৌরসভার প্রতিটি মহাল্লায় মহাল্লায় মশার ঔষদ দিয়ে মশা নিধন করার কথা থাকলেও অজ্ঞত কারনে তা করা হচ্ছে না।
কালামপুর এলাকার সজল মাহমুদ জানান, গত কয়েক মাস যাবত এলাকায় মশার কামড়ে মাবন জীবন অতিষ্ঠ করে তুলেছে। মশার ঔষদ দিয়ে মশা নিধন করা না গেলে সাধারন মানুষের ম্যালেরিয়া, ডেঙ্গু সহ নানা ধরনে রোগ জীবাণু হতে পরে।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহিদুল আলম তালুকদার জানান, মশার নিধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। অতি তারা তাড়ি আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মশা নিধন করার কাজ শুরু হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here