ক্ষমা করো নেত্রী

0
69
728×90 Banner

অধীর সরকার

আমার নেত্রী যখন বলেন,
” আমার পিতার লাশ বত্রিশ নম্বরের
সিঁড়িতে পড়ে রইল,
এত নেতা কর্মী তখন কোথায় ছিল?”
তখন লজ্জায় আমি আভূমি লুণ্ঠিত হই,
আমার সাত পুরুষের কলঙ্কিত
জারজ সন্তানের রক্ত ধারায়
আমি নিজেকে সবচেয়ে
কলঙ্কিত ভীরু কাপুরুষের তকমায় ভূষিত হই।
আমার কৈশোর যৌবন
বার্ধক্যের কলঙ্ক রেখায়
অস্তাচলে মুখ লুকায়
নির্লজ্জ হার্মাদের দল
তারপরও মন্ত্রী সভায় ঠাঁই করে নেয়,
জন্মই ওদের আজন্ম পাপ।
ঘৃণ্য ওরা,
ওরা বঙ্গবন্ধুর ঘরে থেকে বঙ্গবন্ধুর হত্যাকারী,
আমি ওদের ঘৃণা করি।
নেত্রী!
পিতার হত্যার কলঙ্ক অভিশাপে
আমিও ওদের বাইরে নই নেত্রী,
কারণ আমিও পিতাকে রক্ষা করতে পারিনি,
পার্থক্য শুধু এই
ওদের কোন আত্মগ্লানি নেই,
আমি কবি তাই সদা গ্লানিতেই ডুবে থাকি
নেত্রী,
আমি কবি,
তোমার পিতাকে রক্ষা করতে পারিনি বলে
তোমার কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।
হায়! অসহায় আমি!
ওরা তোমার কাছে তাও করতে পারলো না
কোনদিন!
নেত্রী,
তোমার পিতাকে রক্ষা করতে পারিনি বলে
তোমার কাছে জাতির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি
ক্ষমা প্রার্থনা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here