‘খালেদা জিয়াকে সানগ্লাস পরা দেখে অসুস্থ মনে হয় না’

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, তাকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় তখন তার সানগ্লাস পরা দেখে আমাদের কারও মনে হয় না যে তিনি অসুস্থ।’
শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের ঢাকা এডিটরস কাউন্সিল আয়োজিত অভিষেক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এটা তার নতুন কোনো রোগ না। এ রোগ নিয়ে তিনি আগেও রাজনীতি করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা ভারতীয় উপমহাদেশে বিরল।’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।’
হাছান মাহমুদ আরো বলেন, ‘আমি বিএনপিকে অনুরোধ জানাব আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন। এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।’
এ সময় ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর নীতি থেকে সরে এসে নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এর আগে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে থাকা খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে দলটির একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখাও করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজ’র সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজ’র সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান, কায়কোবাদ মিলন, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম। অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here