খুলনার গণসমাবেশে নেতাদের উপর হামলা ও গ্রেফতারের নিন্দা

0
61
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ সমাবেশে যোগদানকালে আগের রাতে নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ভয়-ভীতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অর্ধ শতাধিক নেতাকর্মী কে গ্রেফতার করা হয়েছে৷ এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রহমান লিখন এর পক্ষ থেকে পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মাখম শেখ এর সন্তান, পিরোজপুর সদর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা ইমরান আহমেদ সজিব, মোড়লগঞ্জ পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ খান চুন্নুকে বেধরক পিটুনি দিয়ে রক্তাক্ত করায় এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ-সভাপতি ইমরুল হোসেন বাবু, বাগেরহাট পৌরসভা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, বাগেরহাট সদর থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্ম সাধারণ সম্পাদক মোঃ মিঠু হাওলাদার, ফকিরহাট থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ-সভাপতি নয়ন হাওলাদার সোহাগ, মোড়েলগঞ্জ থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সাধারণ সম্পাদক আক্কাস ফরাজী, মুক্তিযুদ্ধের প্রজন্মের রিফাত হাওলাদার,রিয়াদ হাওলাদার, তানভীর মিয়া,রাজিব হাওলাদার, লাভলু শেখ, এল মিল হাওলাদার, আরমান হাওলাদার বাগেরহাট জেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা ও কর্মীদেরকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
শান্তিপূর্ণ সমাবেশে খুলনা বিভাগের প্রতিটি জেলার নেতাকর্মীদেরকে হামলা, নির্যাতন, পরবর্তীতে মামলা করেছে শাসক দল। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী তার এক বক্তব্যে বলেছেন, খুলনার সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য সরকার নাকি সহযোগিতা করেছেন। এই যদি হয় সরকারের সহযোগিতার নমুনা তাহলে আমাদের বলার কিছু নেই। নেতৃবৃন্দ আরো বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের সুস্থতাও কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here