গাজীপুরে অপহৃত ব্যক্তি রাজধানীর কলাবাগানে উদ্ধার : অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

0
271
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর হতে অপহরণের দুই দিন পর রাজধানীর কলাবাগান থানাধীন বক্স কালভার্ট রোড এলাকা হতে ভিকটিমকে উদ্ধার ও সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে।
সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর কলাবাগান থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ০৩ সদস্য যথাক্রমেঃ (১) মোঃ রুবেল শিকদার (২৮), জেলা-নড়াইল, (২) মোঃ জাহিদ হাসান (২৮), জেলা-চুয়াডাঙ্গা, (৩) মোঃ আনোয়ার হোসেন @ আনু (৩০), জেলা-গোপালগঞ্জদের গ্রেফতার করা হয়।
অপহৃত ব্যক্তি মোঃ রাকিব মোল্লা (৩০) কে গত ১৩ অক্টোবর ২০১৯ রবিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানার আন্তর্গত সখিপুর আনসার একাডেমির প্রধান ফটকের উত্তর পার্শ্বের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর গতিরোধ করে পূর্বপরিকল্পিত ভাবে পরস্পর যোগসাজসে অপহরণ করার উদ্দেশ্যে জোরপূর্বক একটি সাদা রংয়ের প্রাইভেটকারযোগে অপহরণ করে রাজধানীর কলাবাগান থানাধীন বক্স কালভার্ট রোডস্থ একটি বাসায় একটি আবদ্ধ রুমে দুই দিন আটকে রেখে মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে নির্দয় ও নিষ্ঠুর ভাবে মারপিট করে ভিকটিমের আত্মীয়-স্বজনদের মোবাইলে মারধর ও কান্নার শব্দ শুনিয়ে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিতে থাকে।
ইতোমধ্যে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অপহৃত ভিকটিম উদ্ধারের নিমিত্তে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় বিভিন্ন কলা-কৌশল অবলম্বন করে ১৪ অক্টোবর ২০১৯ তারিখ রাত ২৩.৩০ ঘটিকা হতে ১৫ অক্টোবর ২০১৯ তারিখ রাত ০১.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ রাবিক মোল্লা (৩০) কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ০৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারাসহ তাদের অপহরণকারী চক্রের সহযোগী আরো ২/৩ জনের নাম প্রকাশ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here