গাজীপুরে এক হাজার গ্যাস লাইন বিচ্ছিন্ন, জরিমানা

0
200
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি ও বোর্ডবাজার এলাকায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন অবৈধ গ্রাহককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইলাহি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুর তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ জানান, বড়বাড়ি ও বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে অভিযান চালানো হয়। এসব এলাকার চৌদ্দটি পয়েন্টে ৫০০ বাড়ির প্রায় এক হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চারজন অবৈধ গ্রাহককে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here