গাজীপুরে কারখানায় শ্রমিকের মৃত্যুতে পোশাককর্মীদের বিক্ষোভ

0
185
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের যোগিতলা এলাকায় এ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক শাহ আলম কর্মরত অবস্থায় মারা যাওয়াকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। রোববার সকালে কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা জান তিনি। শাহ আলম কিশোরগঞ্জ জেলার নান্দাইল এলাকার আবুল কাসেম এর ছেলে। তিনি যৌগিতলা এলাকায় আলফা চৌধুরীর বাড়িতে ভাভা থেকে এ্যাপারেল প্লাস লিমিটেড পোশাক কারখানায় সুঁই আয়রন ম্যান হিসে চাকরি করতেন।
শ্রমিকরা জানান, শাহ আলম সকালে কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারখানার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে একটি ট্যাবলেট খেতে বলে কিন্তু শাহ আলম ঔষধ খেতে না চাইলে তার গালে দুটো থাপ্পর মারে চিকিৎসক। এর কিছুক্ষন পরেই মারা যান শাহ আলম।
অপর এক শ্রমিক জানান, অসুস্থ হয়ে পড়লে শ্রমিকরা হসপিটালে নিয়ে যেতে বললে কর্তৃপক্ষ অনিহা প্রকাশ করে। পরে শ্রমিকরা অটোরিকশা করে তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসন থানার ওসি মালেক খসরু খাঁন জানান, হার্ড স্ট্রোক করে মারা যান তিনি। তার ভাই এর নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here