গাজীপুরে জমি সংক্রান্ত অভিযোগে জেরে অসহায় পরিবারকে লাঞ্ছিত করলো পুলিশ

0
103
728×90 Banner

অলিদুর রহমান অলি, গাজীপুরঃগাজীপুর মহানগরীর পূবাইলে জমি সংক্রান্ত অভিযোগের জের ধরে স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম ও তার পরিবারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে পূবাইল থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত ২৭শে জুলাই বুধবার সকাল সাড়ে ১১ সময় পূবাইলের হারবাইদ মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী সোলেমান জানান, বুধবার সকালে আমরা বাসায় কাজ করছিলাম হঠাৎ করেই বাসায় পুলিশ আসলে আমার ভাই এগিয়ে যায়। এসময় পূবাইল থানার এসআই সাইফুল আমার ভাই মাজহারুল ইসলাম কে বলে তুই হইলি মূল হোতা চেহারা দেইখাই বুঝা যায় তুই খারাপ লোক। অথচ আমার ভাই তিন বার ব্রেইন স্ট্রোক করা রোগী। এস আই সাইফুল বলে তোদের নামে জমিজমা সংক্রান্ত অভিযোগ আছে। একথা বলেই আমার ভাই মাজহারুল কে গায়ে হাত তোলেন এসআই সাইফুল ও উপস্থিত পুলিশ সদস্যরা । এসআই সাইফুল ও তার কনেস্টেবলরা দস্তাদস্তি করে মাজহারুল ইসলামের পরিহিত জামা ছিড়ে ফেলে। আশপাশের লোকজন এ বিষয়ে জানতে চাইলে তারা বলে এখান থেকে যান। আর পুলিশের এমন আচরণে সবাই ভয়ে বিব্রত হয়ে গেলে আমার ভাতিজা তার মোবাইলে ভিডিও ধারণ করে এসময় তারা ক্ষিপ্ত হয়ে তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয় এবং ভিডিও ডিলিট করে দেয়। তারা মা বাপ তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সাইফুল দারগা। পরবর্তীতে আমার ভাতিজা সজিব হোসেন এসে নিজেকে শিক্ষানুবিষ আইনজীবী পরিচয় দেয় এবং স্থানীয় মুরব্বী হাজী রহিজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে দারগা সাইফুল বলে সোমবার সবাই থানায় আসবি নয়তো সবাইরে জেল খাটতে হইবো। মুলত আমাদের মৃত ভাইয়ের সন্তানেরা তাদের ওয়ারিশের সম্পত্তি যতটুকু পাবে তার থেকে বেশী বিক্রি করে দিয়েছে। এখনো তারা সুযোগ পেলে জমি বিক্রি করে এবং জমি দাবি করে। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার জনপ্রতিনিধির মাধ্যমে বিচার সালিশ ব্যবস্থা হয়েছিল। তারা আইন অমান্য করে স্থানীয় বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা বলেছি তোমরা যদি পাও তবে আদালতের মাধ্যমে আসো ।যদি সম্পত্তি পাও আমরা দিবো আর বেশী নিয়ে থাকলে আমাদের ফেরত দিবা। ভাতিজিরা তা না করে ওই অসাধু পুলিশের সাথে আতাত করে আমাকে লাঞ্ছিত করালো। আর পুলিশের এমন কাজ দেখে আমরা হতবম্ব। আমরা এই ঘটনা ন্যায়বিচার দাবি করছি। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম বলেন বিষয়টি আমি অবগত হইনি বা কেউ আমাকে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এডিসি ক্রাইম সাউথ জোন বলেন বিষয়টি অবগত হলাম ঠিক আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here