গাজীপুরে ডাকাত চক্রের সক্রিয় ৭ সদস্য গ্রেফতার

0
254
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা হতে শীর্ষ ডাকাত চক্রের সক্রিয় ০৭(সাত) জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব।
গত ২ মে রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা রহমান শপিং মহলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আরমান বাবু(২০), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-চান্দনা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। মোঃ ইদুল রহমান(১৯), ৩। মোঃ রিফাত হোসেন(১৮), উভয় পিতা-মৃত হুরমুজ আলী, সাং-চাবাগান, থানা-সদর, জিএমপি, গাজীপুর, এ/পি-শ্বশান মোঃ বদর মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৪। মোঃ রিয়াজ হোসেন(১৮), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং- শামান্তপুর তরতপাড়া, থানা- সদর, জিএমপি, গাজীপুর ৫। মোঃ আব্দুল আলী ইশান(১৮), পিতা-মোঃ সেলিম, সাং-সুতিয়াখালী, থানা-সদর, জেলা-ময়মনসিংহ, এ/পি-জয়দেবপুর বাস ষ্ট্যান্ড(সাধুপাড়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৬। মোঃ তারিফ হোসেন(২০),পিতা-মোঃ রশিদ মিয়া, সাং-প্রাগ্যপুর, থানা-রাণীসংকর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি-বউবাজার, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৭। মোঃ সোহেল রানা(২৬), পিতা-গোলাম মোস্তফা, সাং-শানেক বয়ড়া, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি-উনিশে টাওয়ার(চৌরাস্তা), থানা-বাসন, জিএমপি, গাজীপুরদের’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে ০১ (এক) টি রাম-দা, ০২ (দুই) টি চাপাতি, ০১ (এক) টি ছুরি, ০৩ (তিন) টি চাকু, নগদ ৩০০/- (তিনশত) টাকা এবং ০৪ (চার) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতিসহ পথচারী নারীদের গণধর্ষণ করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি বাসন থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here