গাজীপুরে নকল বিড়িসহ আটক- ২, থানায় মামলা

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মেট্রোথানা ধীন বাসন থানায় গত সোমবার নকল বিড়ি বিক্রির দায়ে দুজনকে আটক করেছে বাসন থানা পুলিশ,এঘটনায় আকিজ বিড়ি কোম্পানি সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান একটি প্রতারক চক্র আমাদের আকিজ কোম্পানির লগো ও ব্র্যান্ড নকল করে অসৎ উপায় চক্রটি দির্ঘদিন যাবৎ বাজারজাত করছে,গতকাল বিশেষ সুত্রে জানতে পারি যে এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস জয়দেবপুর শাখার মাধ্যমে বিপুল পরিমাণ নকল বিড়ির চালান আসছে বিষয়টি বাসন থানার পুলিশকে অবগত করলে পুলিশের সহযোগিতায় নকল বিড়ি সহ দুজনকে আটক করতে সক্ষম হই,এসময় তাদের কাছ থেকে তিন হাজার দুইশত বিড়ির প্যাকেট উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্য মতে জানাযায় তাদের এ অপরাধের সাথে আরও তিনজন যুক্ত আছে,যাদের সহযোগিতায় নকল বিড়ি প্রস্তুত করিয়া দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করে থাকে এতে করে আকিজ বিড়ি কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে,দেশের সকল পাইকারি ও খুচরা মুদি পান সিগারেট ব্যাবসায়িদের প্রতি অনুরোধ করবো তামাক জাত পন্য ক্রয়ের ক্ষেত্রে
কোম্পানির প্রতিনিধির মাধ্যমে ক্রয় করার জন্য সন্দেহ জনক হলে কোম্পানির উর্ধতম কতৃপক্ষকে অবগত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন,মামলার বিষয় বাসন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান এগটানয় পাঁচজনে আসামি করে নিয়মিত আইনে মামলা করা হয়েছে, বাকি আসামি গ্রেফতার চেষ্টা অব্যয়হত রয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন দৌলতপুর থানার চরবৈরাগী গ্রামের মোঃ আমিন উদ্দিন বিশ্বাস এর ছেলে মোঃ কামরুল হাসান বিশ্বাস অপর আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নগর এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ শামিম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here