গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

0
222
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে সরকারি কাজে বাধা দেয়ার একটি মামলায় মঙ্গলবার আদালতে জামিন চাইতে গেলে শ্রমিকদলের কেন্দ্রীয় নেতাসহ গাজীপুর মহানগর বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হচ্ছেন- জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের এমপি প্রার্থী সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সহসভাপতি আহমদ আলী রুশদী, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল ও মহানগর বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন।
গাজীপুর আদালতের আইনজীবী নাহীন আহমেদ মমতাজী জানান, সরকারি কাজে বাধা দেয়ার একটি মামলায় মঙ্গলবার গাজীপুর চিফ জুডিশিয়াল আদালতে জামিন চাইতে যান সালাহ উদ্দিন সরকারসহ ৫ বিএনপি নেতা। শুনানী শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, সংসদ নির্বাচনের আগে গত বছরের ২০ ডিসেম্বর এ মামলায় আদালতে হাজিরা দিয়ে পালিয়ে গিয়ে গ্রেফতার এড়ান গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন সরকারসহ ২৪ নেতাকর্মী। এদিন এ মামলার অন্য ১২ জন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের কারাগারে পাঠান আদালত। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, তারা সবাই গাজীপুরের জয়দেবপুর থানার (২০১৪ সালে সরকারি কাজে বাধা প্রদানের) একটি মামলার আসামি ছিলেন। ইতোপূর্বে তারা আদালত থেকে পুলিশ রিপোর্ট (চার্জশিট) প্রদান পর্যন্ত জামিনে ছিলেন। এ দিকে বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন ও সহসভাতি আফজাল হোসেন কায়সার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here