গাজীপুরে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার:মামলা তুলে নিতে হুমকি

0
77
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে প্রভাবশালীদের ভয়ে থানায় মামলা করতে পারেনি ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর (১২) পরিবার। আদালতে মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারটি। মামলা তুলে নিতে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। এমনকি আদালতে মামলা করার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য থানা থেকেও চাপ দেয়া হয় বলেও অভিযোগ শিশুটির বাবার। মহানগরের গাছা থানার মধ্য খাইলকুরে লোমহর্ষক ওই ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, গত ১ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় শিশুটি বাড়ির পাশে মোল্লা মার্কেট থেকে দুই টুকরো আখ নিয়ে গলিপথে বাড়ি ফিরছিল। এসময় মোল্লা মার্কেটের দর্জি হারুন মিয়া (৪৫) গাছের ফুল ছেড়ার মিথ্যা অপবাদে শিশুটিকে নির্জন গলিপথ থেকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজের ঘরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি চিৎকার দিলে মুখ চেপে ধরে এবং ঘটনা কাউকে বললে ছুরি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দেয়।
আসামীর সাথে স্থানীয় প্রভাবশালী মহলের ও থানা পুলিশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এঘটনায় তারা থানায় মামলা করতে পারেননি। অবশেষে আদালতে মামলা করার পর গাছা থানার সাবেক ওসি ইসমাইল হোসেন শিশুটির বাবাকে ফোনে বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালার প্রস্তাব দেন। অপরদিকে আদালতের নির্দেশে বর্তমানে সিআইডি পুলিশের তদন্ত চূড়ান্ত পর্যায়ে থাকাবস্থায় মামলাটি তুলে নেয়ার জন্য আসামী হরুন ও স্থানীয় প্রভাবশালী মহল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে বাদী সুমন মিয়া অভিযোগ করেন। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গাছা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর সিআইডির উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এব্যাপারে অভিযোগপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here