গাজীপুরে যৌতুকের টাকা না পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতন

0
338
728×90 Banner

সুজন সারোয়ার: গাজীপুরের কাশিপুর বাজার এলাকায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বুশরা খানম শায়লা(১৯)নামক এক গৃহবধুকে যৌতুকের ১০লাখ টাকা না দেওয়ায় শারিরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি প্রধান করেন তার প্রাশান্ড শ্বামী মো. সৌরভ চৌধুরী ও তার বাবা সাবেক কামিশপুর ইউনিয়ন সহ-সভাপতি বিএনপি নেতা ও একাধিক মামলার আসামি মো. শহিদ চৌধুরী। এবিষয়ে কাশিমপুর থানার অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ বুশরা খানম শায়লা। থানা ওসি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাছে বলে আরো জানা যায়।
অভিযোগ সূত্রে জানা জায়, গত ১৬/১০/২০১৮তারিখে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বুশরা খানম শায়লার সাথে ইসলামী শরীয়ত মোতাবেক সৌরভ চৌধুরী সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের টাকার জন্য বুশরা খানম শায়লাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করতে থাকে। আমার সখের চিন্তা করিয়া আমার পরিবার একাধিকবার যৌতুক প্রদান করেন। গত ২০/০৫/২০১৯তারিখ রাত সাড়ে দশটার সময় নেশা করে এসে বলে আমার তোমার বাবার কাছে থেকে ১০লাখ টাকা নিয়ে আসো। যদি টাকা না নিয়ে আসিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো বলে আমাকে বাঁশের লাঠি দ্বারা এলোপাথারী মারধর করতে থাকে। ডাকচিৎকারে এলাকাবাসি এসে আমাকে উদ্ধার করে কাশিমপুর স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেন এবং আমি সুস্থ হয়ে আমার পরিবারের কাছে চলে আসি। গত ৩০/০৫/২০১৯তারিখ দুপুরে আমার চাচি মোসাঃ সুমি আক্তার ও আমার বড়বোন মোসাঃ আয়েশা খানম তুবা এর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করিয়া কাশিমপুর সাকিনস্থ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সাবেক চেয়াম্যান শওকত এর বাড়ির সামনে রাস্তার উপরে পৌছালে মো. সৌরভ চৌধুরী আমাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করতে থাকে পতিবাদ করিলে মোটর সাইকেলের হেলমেট দিয়ে আমার চাচি সুমি আক্তার ও আমার বোনের মাথায় আাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সাথে কথা বলে কাশিমপুর থানার অভিযোগ দায়ের করা হয়।
এবষিয়ে গাজীপুর কাশিমপুর থানার অফির্সার ইনচার্জ আকবর আলি খান বলে, অভিযোগ কারিকে পাঠিয়ে দিন ব্যবস্থ নিচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here