গাজীপুরে রেজিষ্ট্রি অফিসের রেকর্ডরুমের বেহাল অবস্থা- জন দুর্ভোগ চরমে

0
76
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে অবস্থিত জেলা রেকর্ডরুমের এখন বেহাল দশা। ভাড়া করা এই ভবনটিতে জায়গা অপ্রতুল এবং সুযোগ সুবিধা একেবারেই অনুপযোগি হওয়ায় জনগনের অমূল্য সম্পদ রেকর্ডপত্র, দলিল দস্তাবেজ ঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না। সূচীপত্র ভলিয়ম সহ মূল্যবান কাগজপত্রের এখন হ-য-ব-র-ল অবস্থা।সঠিকভাবে সংরক্ষণের অভাবে এগুলোর অনেকাংশই এখন নষ্ট হতে চলেছে। এদিকে গাজীপুর শহর সংলগ্ন মারিয়ালীতে সরকারী গাজীপুর জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবন নির্মিত হলেও নানা কারণে সেখানে অফিস স্থানান্তর বিলম্বিত হচ্ছে। জানা গেছে, জেলা রেকর্ডরুমে প্রায় একশত বছরের জমি জমা সংক্রান্ত মহা মূল্যবান রেকর্ডপত্র সংরক্ষিত থাকলেও বর্তমান রেকর্ডরুমটি অনুপযোগী বিধায় যথাযথ সংরক্ষণের অভাবে অনেকাংশই নষ্ট হতে চলেছে। গাজীপুর সদর দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান জানান যে, বর্তমান রেকর্ডরুমটিতে প্রয়োজনের তুলনায় জায়গা কম এবং ব্যবহার অনুপযোগী হওয়ায় সূচীপত্র ভলিয়ম, দলিল দস্তাবেজ সহ গুরুত্বপূর্ণ নথীপত্র অনেকাংশই নষ্ট হতে চলেছে। এ ছাড়াও সবকিছুই প্রায় গড়সিরিয়াল,এলোমেলো থাকায় দরখাস্ত করে দুই তিন মাসেও সার্টিফাইড কপি পাওয়া দুস্কর হয়ে পড়েছে। এতে জনসাধারণের ভোগান্তি বেড়েছে। তিনি আরো জানান যে, বছরের পর বছর চেষ্টা করেও শহরের ভিতর জমি না পাওয়ায় সরকার যথাযথ প্রক্রিয়ায় শহর সংলগ্ন মারিয়ালীতে জমি অধিগ্রহণ পূর্বক রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবন নির্মান করেছেন। সেখানে গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিস, ২য় যুগ্ম সাব-রেজিষ্ট্রি অফিস ও রেকর্ডরুমসহ জেলা রেজিষ্ট্রারের কার্যালয় স্থানান্তর হওয়ার কথা কিন্তু কি কারনে বিলম্বিত হচ্ছে তা তার জানা নেই। রেকর্ড কিপার মোঃ নুরুল ইসলাম জানান যে, রেকর্ডরুমের ভিতরে সূচীপত্র, ভলিয়ম, দলিল দস্তাবেজসহ অনুষঙ্গিক মূল্যবান কাগজপত্র যথাযথ সংরক্ষনের অভাবে অনেকাংশই নষ্ট হয়ে গেছে। আমি রেকর্ড কিপার হিসাবে যোগদান করেছি মাত্র পনের দিন হয়েছে। রেকর্ডপত্র যথাযথ সংরক্ষনের জন্য আমি সর্বোচ্ছ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। তবে রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবনে রেকর্ডরুম কবে নাগাদ স্থানান্তর হবে তা আমি জানি না। জেলা রেজিষ্ট্রার অহিদুল ইসলাম জানান যে, মারিয়ালীতে সরকারীভাবে নির্মিত গাজীপুর জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে এবং সেখানে জেলা রেজিষ্ট্রারের কার্যালয় স্থানান্তর প্রক্রিয়া চলমান আছে। অধিকাংশ দলিল লেখক গন জানান যে, বর্তমানে গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিস জয়দেবপুর বাজারের ভিতরে থানা রোডে অবস্থিত এবং দলিল লেখক গন সেখানেই বসেন আর ২য় যুগ্ম সাব-রেজিষ্ট্রি অফিস ও রেকর্ডরুম সহ জেলা রেজিষ্ট্রারের কার্যালয় দক্ষিন ছায়াবিথী অবস্থিত। সেখানে দলিল লেখকের বসার কোন স্থান নেই। দলিলে কোন ভুল পরিলক্ষিত হলে যুগ্ম অফিস হতে রাস্তার জ্যাম ডিঙিয়ে সেই সদর অফিসে আসতে হয় দলিল ঠিক করার জন্য। আবার অনেক সময় জয়দেবপুর রেলক্রসিং পাড় হতেও প্রায় আধা ঘন্টা লেগে যায়। এতে ক্রেতা বিক্রেতা অনেক হয়রানীর শিকার হয়। দলিল লেখক গন আরো জানান যে, শহর সংলগ্ন মারিয়ালীতে সরকারীভাবে নির্মিত নিজস্ব রেজিষ্ট্রেশন ভবনে অফিস গুলো স্থানান্তর হলে জনসাধারন একই ছাদের নীচে সকল সেবা পাবেন। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্নরূপে লাঘব হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here