গাজীপুরে সাংবাদিকে হত্যার হুমকিতে মানববন্ধন

0
110
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করে জেলার সাংবাদিকরা। ১৪ ডিসেম্বর বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম মানিক। গত ৩ নভেম্বর শুক্রবার জুম্মার নাজের সময় ছাপরা মসজিদের মাইকে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম মানিককে হত্যার হুমকি দেয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণে বসতবাড়ি ভাঙ্গতে একাধিকবার হুমকি ও ভয়ভীতি দেখায় কাউন্সিলর তানভীর। মানববন্ধনে অনতিবিলম্বে কাউন্সিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। ভুক্তভোগী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম মানিক সিটি করপোরেশন রাস্তা নির্মাণে উভয় পাশের বসতবাড়ি ক্ষতির আশংকায় উচ্চ আদালতে রিট করেন। যথাযথ ক্ষতিপূণ দিলে জমি বাড়িঘর ভেঙ্গে দিতেও কোন আপত্তি নেই বলেও জানান তিনি। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকবার বসতবাড়ি ভেঙে জমি ছেড়ে দিতে বলে, রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে সাইফুল ইসলাম মানিক ও তার পরিবারের লোকদেরকে ভয়ভীতি দেখায়। গত ৩রা ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় দক্ষিণ সালনা ছাপরা মসজিদের মাইকে প্রকাশ্যে কাউন্সিলর তানভীর, সাংবাদিক সাইফুল ইসলাম মানিককে হত্যার হুমকি দেয় বলে জানান।এ ঘটনায় তিব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন। সাইফুল ইসলাম মানিক বলেন বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে আতংকে আছি। তিনি আরও বলেন সুবিচার চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক, গাজীপুর সদর মেট্রো থানা, জিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদ করা সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here