গাজীপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

0
347
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে আরটিভি’র নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরা পারসন সায়মনের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুরের সংবাদকর্মীদের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ মানববন্ধন হয়।
আরটিভি’র গাজীপুর জেলা প্রতিনিধি রাজীবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বণিক বার্তার সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহীন আকন্দ, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি সাদিক মৃধা, সাংবাদিক নেতা জামাল উদ্দিন, নতুন কাগজের সাংবাদিক এস এম সোহেল রানা, খোলা কাগজের সাংবাদিক সোলায়মান মোহাম্মদ, সাংবাদিক ও প্রভাষক নূরু আলম সিদ্দিক, সাংবাদিক নেতা তানজীদ আশরাফ, সাংবাদিক রাতুল মন্ডল, আরিফুল ইসলাম খান আবির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান এর স্থানীয় সাংবাদিক কবির সরকার, বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক রেজাউল করিম সোহাগ, বিজয় টিভির সাংবাদিক আনোয়ার হাসান, খবরপত্রের সাংবাদিক মোশারফ হোসেন তযু, দৈনিক প্রাইমের ভারপ্রাপ্ত সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, সাংবাদিক ইমরান, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, শেখ মুহাম্মদ জসিম, চঞ্চল খান, অভিনেতা নাফিজ নাজমুল, রমজান আলি, আরিফ, আরিফ প্রধান, মেহেদী হাসান, ফরিদ, তানভীর, সাগর আহমেদ মিলন ।
মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারিকে গ্রেপ্তার ও হাসপাতাল পরিচালককে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here