গাজীপুরে সাফারি পার্কে সিংহ পরিবারে নতুন সদস্য

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহ পরিবারে একটি নতুন অতিথি এসেছে। গত ৪ মে মা সিংহ একটি শাবকের জন্ম দেয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি তবিবুর রহমান জানান। এনিয়ে পার্কে সিংহের সংখ্যা ১৫ টিতে দাঁড়ালো বলে পার্ক কর্তপক্ষ জানায়। তবিবুর বলেন, গত ৪ মে মাদী সিংহটির জন্ম হলেও সিংহের চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে জন্মের পর শাবকটিকে লুকিয়ে রাখে। এজন্য জনসম্মুখে এর দেখা মেলেনি। প্রথম বারের মতো গত শনিবার প্রকাশ্যে শাবকসহ মা হিংসকে কোর সাফারির বেষ্টনীর মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, এ পার্কে আফ্রিকা থেকে কয়েক দফায় আটটি মাদী ও সাতটি পুরুষ হিংস আনা হয়। এদের মধ্যে থেকে একাধিকবার শাবক জন্ম হয়েছে। সাফারি পার্কের বন্যপ্রাণি পরিদর্শক সারোয়ার হোসেন খান বলেন, সিংহ শাবকের জন্মের পর চোখ ফুটতে ৩ থেকে ১১দিন সময় লাগে এবং জন্মের সময় এদের ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে। এ সময় সিংহ শাবককে জঙ্গলের আড়ালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখে এবং সেখানে অন্য সঙ্গীদের পর্যন্ত যেতে দেয় না। শাবকরা ১০-১৫ দিনে হাঁটতে শেখে। তিনি বলেন, হিংস শাবককে ৪-৫ মাস বয়স থেকে মায়ের দুধের পাশপাশি অন্য খাবার খাওয়ানো শেখানো হয়। এরা প্রায় বছর দুয়েক পর্যন্ত মায়ের কাছাকাছি থাকে। এদের প্রধান খাদ্য গো মাংস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here