গাজীপুরে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, পেঁয়াজ ও ডাল বিক্রি করেছে টিসিবি

0
227
728×90 Banner

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ ও মশুর ডাল বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের ভোড়া উত্তরপাড়ায় টিসিবির পণ্য বিক্রি করা হয়।
খবর পেয়ে ক্রেতাদের ঢল নামে। দুপুরে রোদ-বৃষ্টির মধ্যে নারী পুরুষ পৃথক লাইন ধরে ৫ লিটার সয়াবিন তেল ৪০০ টাকা, ২ কেজি চিনি ১০০ টাকা, ২ কেজি পেঁয়াজ ৬০ টাকা ও ২ কেজি মশুর ডাল ১০০ টাকা দরে কিনতে দেখা যায়।
এ সময় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আবদুছ ছালাম। সহযোগিতা করেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) সহ ওই এলাকার স্বেচ্ছাসেবী যুবকরা।
ওই স্থানে টিসিবির ট্রাকে করে টিসিবির ডিলার টঙ্গীর গাজীপুরার মেসার্স জে.এস ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ মেহেদী হাসান (শিশির) ১০০০ লিটার সয়াবিন তেল (পূর্বের ৫০০ লিটারসহ), ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি পেঁয়াজ, ৫০০ কেজি মশুর ডাল বিক্রি করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here