গাজীপুরে ২৮ জন ভিকটিম উদ্ধার : কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

0
218
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভুয়া চাকুরীদাতা ০২টি প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৮ জন ভিকটিম উদ্ধার এবং অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় লিগেল ফোর্স গার্ড সার্ভিস কোম্পানী এবং স্ট্রং গার্ড বাংলাদেশ লিমিটেড নামে ০২টি প্রতিষ্ঠানে প্রতারকচক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল। প্রতারক দলের সদস্যরা নিরীহ মানুষদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এই প্রতারক দলটিকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতাঃ গত ২৩ জুন ২০২০ তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকা হতে ১৯.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় লিগেল ফোর্স গার্ড সার্ভিস কোম্পানী এবং স্ট্রং গার্ড বাংলাদেশ লিমিটেড এর নামে দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে প্রতারণা করে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সোহরাব হোসেন এর উপস্থিতিতে জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা গ্রেটওয়াল সিটি আবির ভিলা এবং সিদ্দিক সরকার মার্কেট ২য় তলায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সোহাগ(২৫), পিতা-নুরুল ইসলাম, সাং-হাসনাবাদ, থানা-মনহারপুর, জেলা-কুমিল্লা’কে মোবাইল কোর্ট মামলা নং-৩৫/২০২০ মোতাবেক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৪০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২। মোসাঃ রীনা আক্তার(৪৫), পিতা-আঃ আউয়াল, সাং-দক্ষিণ সালনা, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে মোবাইল কোর্ট মামলা নং-২৩/২০২০ মোতাবেক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৩। আহম্মেদ ইসমাইল(৩১), পিতা-আঃ মজিদ, সাং-আউটপাড়া, থানা-বাসন, জিএমপি, গাজীপুর’কে মোবাইল কোর্ট মামলা নং-৩৪/২০২০ মোতাবেক ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪। মমতাজ (২৩), পিতা-শওকত আলী সরকার, সাং-পাঠান নগর, থানা-সদর, জেলা-পাবনা’কে, মোবাইল কোর্ট মামলা নং-৪২/২০২০ মোতাবেক ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫। মোঃ শাকিল হোসেন(২২), পিতা-মুকুল মিয়া, সাং-সিংগা, থানা-লিয়ামতপুর, জেলা-নওগা, মোবাইল কোর্ট মামলা নং-৪১/২০২০ মোতাবেক ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৬। মোঃ শাকিল(৩২), পিতা-মোঃ মালেক দেওয়ান, সাং-হাওলামাদারপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনা’কে মোবাইল কোর্ট মামলা নং-৪৬/২০২০ মোতাবেক ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৭। মোঃ তোফাজ্জল হক বকুল (৩০), পিতা-আঃ হক, সাং-জোতারাম, থানা-চিনিরবন্দর, জেলা-দিনাজপুর’কে মোবাইল কোর্ট মামলা নং-৪৭/২০২০ মোতাবেক ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮। মোঃ একরামুল হক(৩১), পিতা-হাবিবুর রহমান, সাং-দরগামুরিদ, থানা-বাঘমারা, জেলা-রাজশাহী’কে মোবাইল কোর্ট মামলা নং-৪৮/২০২০ মোতাবেক ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯। মোঃ মাজাহারুল ইসলাম রিয়াদ(২২), পিতা-জালাল উদ্দিন, সাং-বয়রাতলা, থানা-গোরিপুর, জেলা-ময়মনসিংহ, মোবাইল কোর্ট মামলা নং-৪৯/২০২০ মোতাবেক ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০। মোঃ জহিরুল ইসলাম(২৫), পিতা-মৃত মোবারক হোসেন, সাং-রাগীচাদপুর, থানা-মতলব, জেলা-চাঁদপুর, মোবাইল কোর্ট মামলা নং-৫০/২০২০ মোতাবেক ১২(বার) দিনের বনাশ্রম কারাদন্ড, ১১। গোলাম মোস্তফা(২৫), পিতা-মোজাম্মেল হক, সাং-কহজ, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’কে মোবাইল কোর্ট মামলা নং-৫১/২০২০ মোতাবেক ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। জয় মিয়া(২২), পিতা-গোলাপ মিয়া, সাং-জাহাংগীরপুর, থানা-মদর, জেলা-নেত্রকোনা’কে মোবাইল কোর্ট মামলা নং-৫২/২০২০ মোতাবেক ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৩। মোঃ জাহিদুল ইসলাম(২৫), পিতা-মোঃ হারিজ মিয়া, সাং-বলতা রোড, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ’কে মোবাইল কোর্ট মামলা নং-৫৩/২০২০ মোতাবেক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৪। আফরোজ(২২), পিতা-ইদ্রিস আলী, সাং-বড়বাজার, থানা-ঐ, জেলা-সুনামগঞ্জ’কে মোবাইল কোর্ট মামলা নং-৫৪/২০২০ মোতাবেক ০৫(পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড, ১৫। শাকিল মিয়া(২০), পিতা-মোঃ সুজন আলী, সাং-চ‚য়াডাঙ্গা, থানা-দামুরদা, জেলা- চ‚য়াডাঙ্গা’কে মোবাইল কোর্ট মামলা নং-৫৫/২০২০ মোতাবেক ০৩(তিন) দিনের বিনাশ্রম কারাদন্ড। গ্রেফতারকৃত প্রতারক চক্রের দেওয়া তথ্যমতে উক্ত ভবন দুইটির গোপন কক্ষ হইতে ১। মনির আহম্মেদ(১৯), জেলা-সিলেট, ২। আকিব হোসেন(১৯), জেলা-হবিগঞ্জ, ৩। আসলাম(৫০), জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ রায়হান আলী(২২), জেলা-দিনাজপুর, ৫। ইমরান হোসেন(২৬), জেলা-গাজীপুর, ৬। জোহরা আক্তার(১৯), জেলা-গাইবান্ধা, ৭। হাসি আক্তার(২০), জেলা-লাল মনিরহাট, ৮। ববিতা খাতুন(২০), জেলা-লাল মনিরহাট, ৯। রাবেয়া খাতুন(১৮), জেলা-রাজশাহী, ১০। লাবলী আক্তার(১৯), জেলা-নাটোর, ১১। রতন মিয়া(২০), জেলা-রংপুর, ১২। ফরিদ(১৮), জেলা-রংপুর, ১৩। সোহানুর রহমান(২০), জেলা-রাজশাহী, ১৪। রানা মিয়া(১৯), জেলা-রংপুর, ১৫। রাজু(২০), জেলা-রাজশাহী, ১৬। রতন মিয়া(২০), রাজশাহী, ১৭। বাবুল মিয়া(১৯), জেলা-ময়মনসিংহ, ১৮। মেহেদী হাসান(২০), জেলা-ময়মনসিংহ, ১৯। গৌতম রায়(২০), জেলা-দিনাজপুর, ২০। আসাদুজ্জামান(২০), জেলা-রাজশাহী, ২১। বিত্ত দেবনাথ, জেলা-হবিগঞ্জ, ২২। অপু সরকার(২৫), জেলা-হবিগঞ্জ, ২৩। সাইদুল্লাহ(২৫), জেলা-নোয়াখালী, ২৪। নুরুল ইসলাম(১৮), জেলা-মৌলভী বাজার, ২৫। আশ্ররাফুল ইসলাম(১৯), জেলা-কুড়িগ্রাম, ২৬। নয়ন চন্দ্র দেব(১৯), জেলা-হবিগঞ্জ, ২৭। হরি সংকর(২০), জেলা-লালমনির হাট, ২৮। জহিরুল ইসলাম(২০), জেলা-রাজশাহী’দেরকে উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লিগেল ফোর্স গার্ড সার্ভিস কোম্পানী এবং স্ট্রং গার্ড বাংলাদেশ লিমিটেড নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে আবার কখনও কখনও গোপন কক্ষে বন্দি করে রেখে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসতেছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here