গাজীপুর জেলা কারাতে প্রশিক্ষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
319
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ (ওকটই) গাজীপুর জেলার উদ্যোগ্যে শুক্রবার দিনব্যাপী শিক্ষার্থীদের বেল্ট টেস্ট ও গাজীপুর জেলা কারাতে প্রতিযোগিতা -২০১৯ অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে। গাজীপুর জেলার সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেকানুল ইসলাম শাহী, আলহাজ্ব শাহীন হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধঁন, সহ- সভাপতি জাহিদ হাসান, গোলাম সারোয়ার হেলাল, ইমরান হোসেন,আব্দুস সালাম, আবু তাহের, মশিউর রহমান, সাঈদ মাহমুদ, আলহাজ্ব ইউসুফ পাঠান, বুলবুল আহমেদ ও গোলাম কায়সার। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন চৌধুরী ও সেনসি আব্দুল্লা আল মামুন। দিনব্যাপী এ আয়োজনে সর্বমোট ১১ টি ইভেন্টে ৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, টঙ্গীর হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত কারাতে প্রশিক্ষণ প্রদান এবং জাতীয় পর্যায়ে সাফল্যের সাথে অংশ গ্রহণ করে আসছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here