গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা

0
101
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৩৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) ২৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার শান্তিপূর্ণ ভাবে গাজীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলার ছয়টি কেন্দ্রে মোট ৬৩৬ জন ভোটারের মধ্যে ৬২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, জেলার ৫টি উপজেলায় ৬টি কেন্দ্রে ১২টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪৮৪ জন ও মহিলা ১৫২ জন। নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সংখ্যা ২টি।
তিনি আরও জানান, গাজীপুর সদর উপজেলার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩২ জন, কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুল কেন্দ্রে ১৩১ জন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১৫২জন এবং শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-২৬৮ জন। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৬ জন ও কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৭ জন ভোট দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here