গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

0
86
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ২২-২৩ কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ অক্টোবর সকালে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ ফুড পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার হাজী এ্যাড. মোঃ আতাউর রহমান (আকাশ) এর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।
আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

২০২২-২০২৩ ইং নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির শপথ গ্রহণ করেন সভাপতি পদে মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি আবুল বাশার পলাশ, সিনিয়র সহ-সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর,সহ-সভাপতি মনির হোসেন সরকার, হাজী রুহুল আমিন দেওয়ান, শারমীন সুলতানা মিতু ও মোঃ সাইফুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক এম.এ ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ ও মোঃ জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক মোঃ আলী শিকদার, দপ্তর সম্পাদক সৈয়দা রোকসানা পারভিন রুবি, সমাজ কল্যাণ সম্পাদক বিলকিছ আক্তার রুবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসিমা আক্তার রেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাশিদ আহমেদ তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ নেছার আহমেদ (এম.এ), নির্বাহী সদস্য মোঃ ছফুর উদ্দিন ছফু, জান্নাতুল ফেরদৌস বীথি, হাজী মোঃ বাবলু হোসেন,তমিজ উদ্দিন তমু ও হাজী মঞ্জুরুল আহসান।
বৈরী আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে যে সকল কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হতে পারে নাই তাদের পরবরর্তীতে শপথ বাক্য পাঠ করানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here