গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরুর পর এটি প্রথম বদলি

0
337
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক:গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরুর পর এই প্রথম টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বদল হলেন। থানায় দ্বিতীয় ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার সরকারপুর গ্রামে। এর আগে তিনি ডিএমপিসহ বিভিন্ন জেলায় দায়িত্বপালন করেছেন। সর্বশেষ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি’র দায়িত্বপালনকালে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়। টঙ্গী পশ্চিম থানায় যোগদানের আগে তিনি জিএমপি গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ডিবিতে থাকাকালে তিনি টঙ্গী পূর্ব থানার একটি ডাকাতি মামলায় ডাকাতদলকে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করে জিএমপি কর্তৃপক্ষের নজরে আসেন। পরে তাকে ডিবি থেকে বদলি করে টঙ্গী পশ্চিম থানার দায়িত্ব দেওয়া হয়। এদিকে এলাকাবাসী তাদের দ্বিতীয় ওসিকে শুভেচ্ছা জানাতে থানায় ভীড় করছেন। গত রোববার নতুন ওসি যোগদানের পর থেকেই বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানাতে থানায় আসছেন। এসময় ওসি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার মধ্যে টঙ্গী পশ্চিম থানা অন্যতম। বিগত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) যাত্রা শুরু হলে টঙ্গী পশ্চিম থানার প্রথম ওসি হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক এমদাদুল হক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here