গাজীপুর সাংবাদিক ইউনিয়নের জাতীয় শোক দিবস পালিত

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন পরিষদ ও পেশাজীবী সমন্বয় পরিষদ, গাজীপুরের যৌথ উদ্যোগে শনিবার (২২ আগস্ট) বিকেলে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ২১ শে আগস্ট ২০০৪ রাষ্ট্রীয় সন্ত্রাস শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভ‚ঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভ‚ঁইয়া, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: আতাউর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক সুরুজ মাহমুদ, সম্মিতিল সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন প্রমুখ।
বেগম শামসুন্নাহার ভ‚ঁইয়া এমপি ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ১৯৭১, ১৯৭৫, ২০০৪ সালের রাষ্ট্রীয় সন্ত্রাসী হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। ২১ শে আগস্ট ২০০৪ অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here