গাজীপুর সিটি কর্পোরেশন হবে একটি দূর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন —— আজমত উল্লা খান

0
104
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। উৎসবমূখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। মহানগরীর অলিগলি, বাজার ও রাস্তার পাশে টাঙ্গানো হয়েছে নির্বাচনি পোস্টার, চলছে লিপলেট বিতরণ ও মাইকিং। পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে দলিয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রæতি।
সোমবার সকাল থেকে দিনভর আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নগরীর গাছা অঞ্চলের প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণ সংযোগ করেন। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে পথসভা করেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেন, নির্বাচনে জয়ী হলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে গাজীপুর সিটি কর্পোরেশন হবে দেশের অন্যতম প্রধান একটি দূর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন । যেমনটি আমি করতে পেরেছিলাম টঙ্গী পৌরসভার ১৮ বছর চেয়ারম্যান বা মেয়র থাকা অবস্থায়। আমার বিরুদ্ধে তখন কেউ ১৮টাকার দূনীতির অভিযোগও করতে পারেনি। আমাকে আপনারা আপনাদের মূল্যাবান ভোট দিন, আর আমি গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকদের সেবার খাত গুলো ঘরে ঘরে পৌছে দিব। এই সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একবার ৭শ কোটি টাকা, আরেকবার ১হাজার ৫শ ৪৯ কোটি টাকা, আবার ৩হাজার ৮শ ২৮ কোটি টাকা, আবার ৭শ ৮২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকা গুলো যদি সৎ ব্যবহার করা যেত পরিকল্পনা মাফিক কাজ হতো তাহলে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যেতে। এলাকায় সুপেয় পানি সরবরাহ করা যেত, পরিচ্ছন্ন নগরী করা যেত, জনগনের টেক্সের বোঝা চাপিয়ে দিয়ে তাদের হয়রানি করার জন্য সিটি কর্পোরেশন হয়নি। আমরা শান্তি চাই , আমরা শান্তি চাই। আমরা এ শহরকে পরিছন্ন শহর হিসেবে দেখতে চাই। কোনাবাড়ী থেকে কাশিমপুর, বাসন থেকে কাউলতিয়া হয়ে পূবাইল সবখানে জনগনের উৎসাহ উদ্দীপনাই বলে দেয় আগামী ২৫ মে নৌকার জয় সুনিশ্চত। এদিকে বিকালে বোর্ডবাজার এলাকায় নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস উদ্বোধন করে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান । এ সময় গণসংযোগে অংশ নেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি , সম্পাদক হাজী আদম আলী, তৌহিদুল ইসলাম দীপ, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ইসমাইল হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here