গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রাজনৈতিক দল সমর্থিত মোট ৫ জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয়।
অন্য ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন ‘টেবিল ঘড়ি’। বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানূর ইসলাম রনি পেয়েছেন ‘হাতি’ প্রতীক। হারুন অর রশীদ পেয়েছেন ‘ঘোড়া প্রতীক’।
বরাদ্দকৃত প্রতীক অনুযায়ী আওয়ামী লীগের আজমত উল্লা খান ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলনের প্রার্থী গাজী আতাউর রহমান ‘হাতপাখা’, গণফ্রন্টের আতিকুল ইসলাম ‘মাছ’, জাকের পার্টির মো. রাজু আহমেদ ‘গোলাপ ফুল’ প্রতীক পেয়েছেন।
৫৭টি ওয়ার্ডের মোট ৩২৯ জন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এদিকে প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা।
সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চূড়ান্তভাবে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে নৌকা প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, মেয়র হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, জবাবদিহিতামূলক স্বচ্ছ পৌর প্রশাসন গড়ে তোলা এবং গাজীপুরকে পরিচ্ছন্ন নগরে পরিণত করতে চাই। এই শিল্প এলাকায় আমরা যেন সুষ্ঠুভাবে অক্সিজেন নিতে পারি, সেজন্য বনায়নেরও ব্যবস্থা করব। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি জোনে একটি করে ডে কেয়ার প্রতিষ্ঠিত করার কথা জানান নৌকার প্রার্থী আজমত উল্লা।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯৪ হাজার ৫৩৩, নারী ভোটার পাঁচ লাখ ৮৯ হাজার ৮১২ ও হিজড়া ভোটার ১৮ জন। নির্বাচনে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৩৪৯৭। নির্বাচনে ৪৮০ জন প্রসাইডিং অফিসার, ৩৪৯৭ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here