প্রার্থী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করতে গাজীপুর যাচ্ছেন সিইসি

0
69
728×90 Banner

নাসির উদ্দীন বুলবুল:নানা ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন ভোটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এমন পরিস্থিতিতে সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করতে আগামী বুধবার (১০মে) গাজীপুর যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সঙ্গে নিচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীরকে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি এমন তথ্য জানা যায়। নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারে অংশগ্রহণ, বৈধ্যতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণ বিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদকতে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত ‍উল্লা খানের দু:খ প্রকাশ ইত্যাদি ঘটনায় ভোটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গাসিক নির্বাচন।
এই অবস্থায় আগামী বুধবার (১০ মে) সকল প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন নির্বাচন কমিশন প্রধান। সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে তিনটায় একই স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (০৮ মে) ছিল গাসিক নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। মঙ্গলবার (০৯ মে) প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী আগামী ২৫ মে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here