গাজীপুর সিটি নির্বাচন :স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের র্নিবাচনী ইশতেহার ঘোষণা

0
67
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নয় দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন টেবিল ঘড়ি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। মঙ্গলবার দুপুরে নগরীর ছয়দানা এলাকায় তার নিজ বাসভবনে জায়েদা খাতুনের পক্ষে ইশতেহার ঘোষণা করেন তার নির্বাচনী প্রধান সমন্বয়ক এ্যাড. জাহাঙ্গীর আলম। এসময় পাশে বসা ছিলেন জায়েদা খাতুন।
লিখিত ইশতেহারে বলা হয়, রাস্তাঘাট ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আগামী ৫ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা এবং ওয়ার্ড ভিত্তিক জমি অধিগ্রহন করে ডাম্পিং গ্রাউন্ড স্থাপন ও বর্জ্য থেকে বিদুৎ উৎপাদনের লক্ষে গার্বেজ ডিস্পোজাল পাওয়ার প্লান্ট স্থাপন করা হবে। প্রতিটি ওয়ার্ডে সোলার এলইডি লাইট, প্রতিটি রাস্তায় পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন ও রাতের নিরাপত্তার কথা বিবেচনা করে ওয়ার্ড ভিত্তিক নাইট গার্ড নিয়োগ এবং চেকপোষ্ট স্থাপন করা হবে। ৪টি অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতাল, ৫৭টি ওয়ার্ডে মিনি কমিউনিটি ক্লিনিক ও ছোট খাটো রোগের চিকিৎসার জন্য ওয়ার্ড ভিত্তিক ফ্যামিলি ডাক্তার এবং হোমিও ডাক্তার নিয়োগ দেওয়া হবে। মডেল মসজিদ তৈরি করে ইসিলামিক রিসার্চ সেন্টার ও ইসলামিক পাঠাগার চালুসহ সকল মসজিদের ইমাম, খতিবগনকে মাসিক সম্মানি ভাতা প্রদান এবং প্রতিটি ওয়ার্ডে আধুনিক ও দৃষ্টিনন্দন কবরস্থান নির্মান করা হবে। বিশ্ব ইজতেমার তাবলিগ জামাতের সকল মুরুব্বিদের সাথে পরামর্শক্রমে বিশ্ব ইজতেমার ময়দানের অবকাঠামতগত উন্নয়নের জন্য মাষ্টারপ্লান অন্যান্য ধর্মের অনুসারীদের ধর্মীও উপাসানালয় সংস্কার ও প্রতিস্থাপনে যথাযথ উদ্যোগ গ্রহন করা হবে। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষীকাদের সিটি কর্পোরেশন থেকে বিশেষ ভাতা প্রদান ও প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি সেন্টার, খেলার মাঠ এবং সিটি কর্পোরেশনের প্রতিটি জোনে আধুনিক কনভেনশন সেন্টার ও অডিটোরিয়াম নির্মান করা হবে। এছাড়াও প্রতিটি জোনে আধুনিক পার্কিংসহ অত্যাধুনিক বহুতল মার্কেট নির্মান করা হবে। শ্রমিকদের কল্যাণে একটি ডিজিটাল ডাটাবেইজ প্রনোয়ন করে শ্রমিকদের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ রাখা হবে। শ্রমিকদের সুচিকিৎসার জন্য সিটি কর্পোরেশন এর নিজস্ব ব্যাবস্থাপনায় হাসপাতাল স্থাপন করা হবে সেখানে নামমাত্র মূল্যে শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। শ্রমিকদের সার্থ রক্ষার ট্রেড ইউনিয়ন চালু করা হবে। অসহায় ও কর্মহীন শ্রমিকদের বিশেষ প্রনোদনা সহায়তাসহ কাজের ব্যবস্থা করে দেয়া হবে। তাদের সন্তানদেরকে দেখাশুনার জন্য পর্যাপ্ত সংখ্যংক ডে-কেয়ারের ব্যবস্থা করা হবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হবে এবং মাদক এর বিরূদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সড়কে-মহাসড়কে চাঁদাবাজী বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে, মাদকাশক্ত পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। নির্বাহী ম্যজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নাগরিক সমস্যা তাৎক্ষনিক সমাধান করা হবে। ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ডে বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী নাগরিক কমিটি গঠন করা হবে । মদ-জুয়া ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। ক্লিন সিটি, গ্রীন সিটি বাস্তবায়নের সিটি কর্পোরেশন এলাকা জুড়ে পর্যাপ্ত পরিমান বৃক্ষরোপন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here