গাবতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

0
67
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলীতে বর্ণাঢ্য সমবায় র‌্যালী শেষে সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রফি নেওয়াজ খান রবিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভঁ‚ইয়া। প্রভাষক উজ্জল কুমার ঘোষ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, মিল্কভিটার ম্যানেজার ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী, উপজেলা সমবায় অফিস এর সহকারী পরির্দশক মোজাম্মেল হক, আওলিয়া পারভীন, সফল সমবায়ী পাপিয়া আক্তার, শাহীন সুলতানা সীমা, জুলফিকার আলী শ্যামল, মতিয়ার রহমান প্রমূখ। সমবায় দিবসে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে মোট ১৬টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
খতমে কুরআন ও দোয়া মাহফিল
শনিবার বগুড়া গাবতলীর রামেশ^রপুর নূরুন্নাহার হাফেজিয়া ও কওমী মাদ্রাসায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। অত্র মাদ্রাসার সভাপতি আমিনুর রহমান সুজার সভাপতিত্বে আলোচনা খতম ও দোয়া পরিচালনা করেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ক্বারী মাওঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রামেশ^রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল। বিশেষ আলোচক ছিলেন মাওঃ মোস্তাফিজার রহমান। মহাতামিম শরিফুর ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, সমাজসেবক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, নুরুন্নবী মন্ডল, আমিনুর ইসলাম, মতিয়ার রহমান মতি, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম পিয়াস, মাদ্রাসার সাধারন সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম মুন্নু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, সহ সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, সহ- কোষাধ্যক্ষ জুয়েল হোসেন, সদস্য আমজাদ হোসেন, হাফেজ সোহাগ হোসেন, সামিউল ইসলাম, সৌরভ হোসেন সজিব, সালমান ফারসি সহ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
গাবতলীতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার গাবতলী উপজেলার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধন্য গোপাল সিংহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান, ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আঃ রাজ্জাক মিলু, সিনিয়র সহ-সভাপতি আঃ গফুর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল মোহন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাস এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অরুন কান্তি রায়। আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নিকুঞ্জ কুমার পাল ও সুশীল কুমার শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ধন্য গোপাল সিংহকে সভাপতি, রণজিত চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, চন্দ্র শেখর রায় সাধারণ সম্পাদক, বিমল চন্দ্র রায় যুগ্ম সাধারণ সম্পাদক এবং শংকর কুমার রায়কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
আগুনে ক্ষতিগ্রস্থকে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
বগুড়ার গাবতলীতে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে গতকাল শনিবার নগদ ১০হাজার টাকা ও ২বান্ডিল ঢেউটিন বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর ও স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান সাজু। উল্লেখ্য, গত ৩রা নভেম্বর বেলা ১১টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের বাওইটোনা গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে আপেল সরকারের বসতবাড়ীর ২টি ঘর, ১টি গোয়ালঘর ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভ‚ত হয়। এতে প্রায় ৬লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here