গাবতলী সংবাদ

0
264
728×90 Banner

গাবতলীতে সুবিধাবঞ্চিত ১হাজার পরিবারের পাশে জয় বিএনপি
আল আমিন মন্ডল (বগুড়া): সমাজসেবক ও বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয় মানবিক খাদ্য সহায়তা ‘ইফতার সামগ্রী’ নিয়ে বগুড়ার গাবতলী উপজেলা বিভিন্ন ইউনিয়নে ১হাজার সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পিতা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু (৪২-বগুড়া-৭) গাবতলী-শাজাহানপুর নির্বাচনী এলাকায় বিএনপি ও যুব-ছাত্রদলের নেতা-কর্মীদের মাধ্যামে নিজ হাতে এ সব ইফতার সমাগ্রী কর্মহীন মানুষের মাঝে পৌচ্ছে দিচ্ছেন। করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জয়ের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে শনিবার কাগইল ও দক্ষিনপাড়া-উজগ্রামে এ সব খাদ্য সহায়তা বিতরন করা হয়। দাদা সাবেক এমপি ‘সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাব’ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি ও বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আমীনূ ন্নবী আমীন, বিএনপি নেতা রনজু মিয়া, সংগঠনের নেতা আব্দুল আলীম, যুবদল নেতা লুৎফর রহমান, বেলাল হোসেন, হারুনুর রশিদ হারুন, পুটু মিয়া, খাজা মিয়া, ফুল মিয়া, সিপন আহম্মেদ, দুলাল মিয়া, খলিলুর রহমান, এমদাদুল হক, রেজাউল করিম, জুলফিকার সাবু, ছাত্রদল নেতা আবু জাফর, আব্দুল হাকিম, আলপনা কবির বাবু, সিহাব উদ্দিন, আল আমিন, সামছে তাবরীজ অতনু, সংগঠনের সদস্য আবু জাফর, মুকুল মিয়া, আনিছার রহমান ও তাজুল ইসলাম পান্না প্রমূখ।
রামেশ্বরপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের ত্রান সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় শনিবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন রামেশ্বরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সদস্য ইমদাদুল হক মন্ডল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সিদ্দিক, ইউপি সচিব বলবন রহমান ও তথ্য উদ্যোক্তা সোলেয়মান আলী প্রমূখ। উল্লেখ্য (রামেশ্বরপুর ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।জেলা পরিষদের অর্থায়নে গাবতলী সোনারায় কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী নির্দেশনায় শনিবার বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ৫হাজার কর্মহীন পরিবারের মাঝে বগুড়া জেলা’সহ গাবতলী সোনারায় ইউনিয়নে বামুনিয়া এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এছাড়াও বগুড়া জেলা’সহ গাবতলী সোনারায়ের বামুনিয়া তালুকদার পাড়া, উত্তরপাড়া, আকন্দপাড়া, সাবেকপাড়া, মোমিনখেদা আংশিক এলাকায় ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সসামগ্রী মধ্যে ছিল (মাস্ক, চাল, ডাল, আলু, লবন, সাবান ও ভীম)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here