গাড়ি চালকদের ডোপ টেস্ট করতে হবে: প্রধানমন্ত্রী

0
219
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কের নিরাপত্তায় সবার মাঝেই নাগরিক সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে গাড়ি চালকরা মাদকাসক্ত কিনা- তার জন্য ডোপ টেস্টের ব্যবস্থা করতে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসে গণভবনে ভার্চুয়ালি বক্তব্য এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করেছি রাস্তাটা যেন নিরাপদ থাকে। তারপরও দুর্ঘটনা হয়। আমরা কোথায় দুর্ঘটনা হয়, কোথায় বেশি হয়, কী কারণে হয় সেটির কারণ খুঁজে ধীরে ধীরে সেগুলো সংস্কার করে দিচ্ছি।তিনি আরও বলেন, এরপর সারাদেশে আমরা চালকদের জন্য বিশ্রামাগার তৈরি করার জন্য চেষ্টা করব। যারা গাড়ি চালায় তারা মাদক সেবন করছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটি চালকের ক্ষেত্রে এ পরীক্ষাটা একান্ত অপরিহার্য। মোট কথা নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here