গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের ষড়যন্ত্র ফাঁস – থানায় সাংবাদিকের সাধারণ ডায়েরী

0
148
728×90 Banner

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর থানার ৪নং মাওহা ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন এক সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে । ২৯ এপ্রিল ২০২১ইং তারিখে ঐ ইউনিয়নের নহাটা গ্রামের জনৈক মহিলা, গৌরীপুর থানায় ভুক্তভোগী সাংবাদিকের বিরুদ্ধে একটি লিখিত মিথ্যা অভিযোগ দায়ের করেন । পরবর্তীতে ঐ মহিলা মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী সাংবাদিককে জানান যে ৪নং মাওহা ইউনিয়নের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন তাকে দিয়ে থানায় এই মিথ্যা অভিযোগটি দায়ের করিয়েছেন । আর এই সংবাদ পাওয়া মাত্র দৈনিক জনতার গৌরীপুর প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক শেখ মোঃ বিপ্লব চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপনের বিরুদ্ধে ও নিজের নিরাপত্তা চেয়ে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন । যার ডায়েরী নং-১০৭০, তাং-২৯/০৪/২১ইং । ভুক্তভোগী সাংবাদিক শেখ মোঃ বিপ্লব প্রতিবেদককে জানান, ২০২০ সালের করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাৎ এর বিষয়ে গৌরীপুরে কর্মরত অবস্থায় ডিএসবি’র চাল উদ্ধার অভিযানের ফেসবুক লাইভ দেওয়া ও সংবাদ প্রচার করাকে কেন্দ্র করে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার উপর ক্ষিপ্ত হয় । এর পূর্বেও তার বিভিন্ন রকম অনিয়মের বিষয় একাধিক বার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে । যার কারনে দেরিতে হলেও ঐ মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় লিখিত একটি মিথ্যা অভিযোগ দায়ের করান । তিনি আরও বলেন, উক্ত ঘটনায় আমি আতংকিত , তাই প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন তারা যেন উপরোক্ত ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here