ঘাস খাওয়ায় গরুর হাজতবাস

0
201
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঘাস খাওয়া ও ফসলাদি নষ্টের অভিযোগে একটি গরুকে আটক করে থানায় দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে আটককৃত গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান।
গরুটিকে ফেরত নাপেয়ে মালিক মরিয়ম বেগম থানায় দিনভর ধরনা দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
তিনি আরো বলেন, একটি পশুর যদি জ্ঞান শক্তি থাকতো তাহলে কি আর অন্যখানে গিয়ে ফসল নষ্ট করত। আমি বারবার অনুরোধ করার পরেও বিজিবি আমার কথা শুনেনি। তারা আমার কাছে ক্ষতিপূরনের জন্য মোটা অংকের টাকা চায়। আমি এত টাকা নাদিতে পারায় বিজিবির এক সদস্যের পা পর্যন্ত ধরেছি কিন্তু অবশেষে গরুটিকে থানায় দেয় তারা। এখন থানা পুলিশ গরুটিকে ছাড়ছে না। এখন কিভাবে গরুটিকে ফেরত পাবো তার কোনো প্রকার উপায় খুঁজে পাচ্ছি না।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, আমি বিষয়টি অবগত নয়, বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
ঠাকুরগাঁও থানা কর্মকতা (ওসি) আতিকুর রহমান জানান, বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ যদি অভিযোগ তুলে নেয় তাহলে গরুটিকে ফেরত দেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here