চবির শেখ হাসিনা হলে প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন

0
106
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের উদ্যোগে হল প্রাঙ্গণে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এই ম্যুরাল উন্মোচন করেন। এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতারা, চবি বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, ওই হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান ও বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, ওই হলের আবাসিক শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য তার বক্তব্যে মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে গণতন্ত্রের নেত্রী, মানবতার নেত্রী, উন্নয়নের নেত্রী। তার দক্ষ দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বদরবারে রোল মডেল। উপাচার্য বলেন, দেশের উন্নয়নসমৃদ্ধির অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। উপাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here