চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

0
187
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর দায়ে সুজন বর্মণ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সুজন বর্মণ শহরের উত্তর জগন্নাথপুর এলাকার সূর্য বর্মণের ছেলে ও ভৈরব মেঘনা মৎস্য আড়তের অন্তর ফিস এন্টারপ্রাইজের মালিক।
ভৈরব উপজেলা মৎস্য বিভাগ জানায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে শহরের পলতাকান্দা এলাকার ভৈরব মেঘনা মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসময় অন্তর ফিস এন্টারপ্রাইজে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত ১১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here