জবির পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

0
84
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে জবির কেন্দ্রীয় অডিটরিয়ামে নবীন বরণ, বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) জবির পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে ১৬তম ব্যাচের নবীন বরণ; ৮ম, ৯ম ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান,কবিতা ইত্যাদির মাধ্যমে নবীনদের বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
জবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানের কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস।
উল্লেখ্য জবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান করেন উক্ত ট্রাস্টের পক্ষে আইনজীবী জনাব সরোয়ার জাহান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here