জ্বালানী তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি

0
50
728×90 Banner

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : জ্বালানী তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
৭ আগস্ট ২০২২ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
মোঃ মনিরুজ্জামান মনির বলেন, দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন চরম সংকটে ও দিশেহারা, তখন জ্বালানী তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা।
তিনি বলেন, সরকারের ভাবা উচিত এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণে গ্রামীণ কৃষি শিল্পের প্রতি এক চরম আঘাত আসবে। গ্রামীণ নি¤œ আয়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে শ্রমিক-কৃষক-দিনমজুর, মধ্যবিত্ত শ্রেণী দ্রুত দারিদ্রতার শিকার হবে। যা দেশের সামাজিক স্থিতিশীলতায় নৈরাজ্যে সৃষ্টি করতে পারে।
মনিরুজ্জামান মনির বলেন, সরকার গত নভেম্বরে ডিজেল, কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি করেছিল তখন প্রতি লিটার মূল্য নির্ধারণ করা হয় ৮০ টাকা। হঠাৎ করে এমন কী ঘটলো যে মধ্যরাতে বসে লিটার প্রতি ৪০% এরও বেশি মূল্য বৃদ্ধি করতে হবে? আমরা এই অযৌক্তিক অযাচিত মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here