জয়দেবপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স

0
281
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জয়দেবপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৯ জানুয়ারি)।
শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় “স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০১৯” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলাপ্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, অর্থ ব্যবস্থাপনায় ছেলেমেয়েদের দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় করার মনোভাব ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ২০১০ সালে বাংলাদেশে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে স্কুল ব্যাংকিংয়ের আওতায় ১৫ লক্ষ অ্যাকাউন্ট রয়েছে, যাতে ১৫০০ কোটি টাকা সঞ্চয় করা সম্ভব হয়েছে।
এভাবে শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুসহ আরও অতিথি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here