ঝগড়ার চর এসএসসি ১৯৯৮ ব্যাচ গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

0
63
728×90 Banner

মশিউর রহমান টুটুল(জামালপুর): শেরপুরের শ্রীবর্দী উপজেলা ভেলুয়া ইউনিয়নে ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচ পবিত্র রমজান মোবারক উপলক্ষে গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ ২৩) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসএসসি ৯৮ ব্যাচ এ-র উদ্যেগে প্রায় শতাধিক হতদরিদ্র গরীব অসহায়দের মধ্যে খেজুর ৫শত গ্রাম,মুড়ি ১কেজি আলু ৩ কেজি, পিঁয়াজ ২ কেজি, মসুর ডাল ১কেজি,তৈল ১লিটার,চিনি ১কেজি,সোলা বুট ১কেজি,লবন ১ কেজি, সেমাই ১প্যাকেট, সাবান ১টা বিতরণ করা হয়।
অত্র বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচ সংগঠন রাসেলের সভাপতিত্বে ,সংগঠনের সাধারণত সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় ,ইমরুল ফেরদৌস,লুৎফর,ইজ্জত আলী, জাকির,কালাম,মাহফুজ, মাহমুদা,নূর নবী,রেজাউল,মনিরাহাফিজ,সুলতানা,বেনজির,ফারুকী,জুমা, মাহমুদা খন্দকার রিক্তা,
আশ্রাফ আলী,ফেন্সি, জাকিউল,ইসলাম, আলেফ উদ্দিন সহ ৮৯ জন্য সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা বক্তব্য বলেন,আমরা ঝগড়ার চর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচে ছাত্র ছিলাম স্কুলের আদর্শ তা বজায় রেখে।
মানুষের মঙ্গল কামনায় হতদরিদ্র গরীব অসহায়দের পাশে দাড়িয়েছি।আজ হাটি হাটি পা পা করে ২৫ বছর পদার্পণ হচ্ছে।আমাদের সম্পর্কের অবনতি হয়নি।তাই পরিকল্পনা আগামীতে বড় পরিসরে রমজানে গরীব মেধাবী শিক্ষার্থী সহ অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য আমরা মানুষের সেবায় যেন আয়োজিত থাকতে পারি।
আগামীতে সারা বাংলাদশের ৯৮ ব্যাচের বন্ধু-বান্ধবীর পরিচিত হওয়ার মিলন মেলার আয়োজন করা হবে।যেন সারা বাংলা ৯৮ ব্যাচ আলোতে আলোকিত হোক এ প্রত্যাশায় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here